ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রমাণ নেই : যুক্তরাষ্ট্র
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ইসরায়েলের গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে মেক্সিকো এবং চিলি তদন্তের অনুরোধ করার পর ইসরায়েলের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে যুদ্ধাপরাধের কোন প্রমাণ মেলেনি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। আল-জাজিরার তথ্য অনুযায়ী, গতকাল (১৯ জানুয়ারি) স্থানীয় সময় শুক্রবার মার্কিন কর্মকর্তা জন কিরবি এ তথ্য নিশ্চিত করেছেন। গাজায় ইসরায়েলের যুদ্ধে প্রতি ঘণ্টায় ২ জন মা নিহত হচ্ছেন বলে জানিয়েছে জাতিসংঘের নারী সংস্থার নির্বাহী পরিচালক। গাজায় ইসরায়েলি বাহিনীর হাতে বন্দী ও নির্যাতিত ফিলিস্তিনির সাথে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের মানবাধিকার কর্মকর্তা। গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইরাক এবং সিরিয়ায় মার্কিন ও মিত্র বাহিনীর ওপর নিয়মিত রকেট এবং ড্রোন হামলা করে আসছে ইসলামিক রেজিস্ট্যান্স। ইরান-সমর্থিত বাহিনী ইসলামিক রেজিস্ট্যান্স জানিয়েছে, এর আগে তারা ইউএভিতে গুলি করে। ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৪ হাজার ৭৬২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬২ হাজার ১০৮ ফিলিস্তিনি।