রবিবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

মৌলভীবাজারের রাজনগর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে পুলিশের ব্রিফিং প্যারেড

মৌলভীবাজারের রাজনগর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে পুলিশের ব্রিফিং প্যারেড

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের রাজনগরে উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে মোতায়েনকৃত অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ মে) সকাল সাড়ে ১০টায় রাজনগর থানা প্রাঙ্গনে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার)।
ব্রিফিং প্যারেডে প্রধান অতিথির ঊক্তব্যে পুলিশ সুপার বলেন, আমরা এর আগের ধাপের উপজেলা নির্বাচন এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করেছি। এই নির্বাচনেও আমাদের এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আমাদের পুলিশের ইউনিফর্মের মর্যাদা এবং মৌলভীবাজার জেলা পুলিশের ভাবমূর্তি যাতে কোনভাবে ক্ষুন্ন না হয় সেদিক বিবেচনা করে দায়িত্ব পালন করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন, রাজনগর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেকসহ নির্বাচন ডিউটিতে মোতায়েনকৃত অফিসার-ফোর্সবৃন্দ। এ উপজেলা পরিষদ নির্বাচনে ৬৭টি কেন্দ্রের মোট ৪৭০টি ভোট কক্ষে ১ লাখ ৮৭ হাজার ৫৫২ জন ভোটার ভোট দিবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৯৬ হাজার ১৪৯ জন ও নারী ভোটর ৯১ হাজার ৪০৩ জন রয়েছেন। নির্বাচনে ৩ জন চেয়ারম্যান পদে, ৫ জন ভাইস চেয়ারম্যান পদে ও ৪ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রতিদন্ধীতায় রয়েছেন। মঙ্গলবার ২১ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে রাজনগর উপজেলায় নির্বাচন অনুষ্টিত হবে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন