বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

নাটোর-১ আসনে নৌকার মনোনয়ন চায় আরিফুল ইসলাম উজ¦ল

নাটোর-১ আসনে নৌকার মনোনয়ন চায় আরিফুল ইসলাম উজ¦ল

নাটোর প্রতিনিধি
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদেও দৌড়ঝাঁপ। সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চান ছাত্র রাজনীতির মধ্যদিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে হাতেখড়ি নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী সদস্য আরিফুল ইসলাম উজ্জ্বল। ইতি মধ্যে মোটরসাইকেল শোভাযাত্রা, গণসংযোগ ও মতবিনিময়সহ প্রচার প্রচারনায় তাকে ঘিরে নেতাকর্মীরাও উজ্জীবিত। কর্মীদের কাছে আন্দোলন সংগ্রামে রাজপথের লড়াকু সৈনিক হিসেবে পরিচিত তিনি। ১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই বাংলাদেশ ছাত্র লীগের সক্রিয় কর্মি ছিলেন তিনি। ২০০১ সালের বিএনপি জামায়াত ক্ষমতায় আসার পর ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রলীগ করার অপরাধে হল থেকে বিতারিত করেন তাকে। আবাসিক হলে না থেকেও বিএনপি জামায়াত সরকারের বিরুদ্ধে সকল আন্দোলন সংগ্রামে অগ্রনী ভূমিকা পালন করার কারণে ২০০৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের ছাত্রলীগ সভাপতি ও ২০০৬ সালে ছাত্রলীগের জাতীয় কাউন্সিলে বাংলাদেশ ছাত্রলীগের প্রচার সম্পাদক পদে নির্বাচিত হন তিনি।
আরিফুল ইসলাম উজ্জ্বল বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক, বন ও পরিবেশ উপ-কমিটির সাবেক সদস্য ও বতর্মানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নির্বাহী সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
আরিফুল ইসলাম উজ্জ্বল বলেন, ১-১১ ফকরুদ্দিন ইয়াজউদ্দিন সরকারের সময়ে বেআইনিভাবে শেখ হাসিনাকে গ্রেফতারের প্রতিবাদে কেন্দ্রীয় ছত্রলীগের নেতৃত্বে ঢাকা বিশ^বিদ্যালয়ে প্রতিবাদ মিছিল ও পরবর্তীকালে অবৈধ সরকারের বিরুদ্ধে এবং জননেত্রী শেখ হাসিনার মুক্তির আন্দোলনও করেন। তিনি বলেন, ছাত্র জীবন থেকে রাজপথে বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনার সঙ্গে আন্দলোন সংগ্রামে ছিলাম এখনো আছি। রাজপথের পরীতি সৈনিক হিসেবে পরিচিত তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ থেকে অধ্যবদি ক্ষমতায় থাকায় বাংলাদেশের সমস্ত এলাকায় সব সেক্টরে উন্নয়নের ছোয়া লেগেছে। এই অঞ্চলের বেকারত্বদুর করা, কৃষি প্রধান এই জনপদের কৃষকরা তাদের উৎপাদিত কৃষি পণ্য কিভাবে বেশি দামে বিক্রয় করতে পারেন সে বিষয়ে লক্ষ দেওয়াসহ প্রতিটি গ্রামে গঞ্জে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে এবং জননেত্রী শেখ হাসিনার যে ভীষন স্মার্ট বাংলাদেশ বিনির্মান করতে তরুণ যুবকদের কাজে লাগিয়ে ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিনত করতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা তাকেই মনোনীত করবে বলে আশাবাদী তিনি ও তার সমর্থকরা। তাকে মনোনয়ন দিলে এই আসন থেকে তিনি বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হতে পারবেন বলেন দাবি করেছেন।’

 

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন