বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

দিনাজপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন 

দিনাজপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন 
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে ৬ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদ দিনাজপুর জেলা শাখা।
বুধবার (২০ নভেম্বর ) কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে সকাল ১০টা হতে সকাল ১১টা পর্যন্ত ঘন্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, আমরা শুধু আশ্বাস নয়, অবিলম্বে আমাদের ৬ দফা দাবির বাস্তবায়ন চাই। ৬ দফা দাবির মধ্যে রয়েছে স্বতন্ত্র পরিদপ্তর গঠন করা, ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড (২য় শ্রেনীর গেজেটেড) পদমর্যাদা প্রদান করে WHO এর আনুপাতিক হারে পদ সৃজনপূর্বক দ্রুত নিয়োগের ব্যবস্থার পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়া চালু করা, গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদ সৃষ্টিপূর্বক চাকুরীজীবিদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেটআপ ও নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করা, ঢাকা আইএইচটিকে “বাংলাদেশ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স এন্ড টেকনোলজি” নামকরণে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে উক্ত বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য সকল আইএইচটিসমূহের জন্য মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার প্লান গঠন করে বিদ্যমান নিয়োগবিধি ও অসংগতিপূর্ণ গ্রেড সংশোধন করা, মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠনের মাধ্যমে পেশাদার লাইসেন্স প্রদান, ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন, প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন করা ও সকল অনুষদের বিএসসি, এমএসসি ও বি-ফার্ম কোর্স চালু করা এবং স্কলারশিপসহ প্রশিক্ষণ ভাতা চালু করা।
মানববন্ধনের বক্তব্য রাখেন মেডিকেল টেকনোলজিস্ট মোঃ জহুরুল ইসলাম, মোঃ মমিনুল হক, মোঃ মোস্তাফিজুর রহমান, গোপেশ সরকার, মােঃ ইউনুস আলী, মােঃ তসলিম উদ্দিন, মােঃ তানভীর চৌধুরী, মােঃ আতিকুর রহমান, কমলেন্দু দাস, মোঃ মোসাক্করুল ইসলাম প্রমুখ।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন