রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গায় আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত
ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ
দেশবিরোধী সন্ত্রাসী সংগঠন বিএনপি-জামায়াত কর্তৃক অগ্নিসংযোগ,নৈরাজ্য,হরতাল ও অবরোধ এর প্রতিবাদে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৭ নভেম্বর সন্ধা ৭ঃ৩০ঘটিকায় উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খামার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এক শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজারহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুনুর মোহাম্মদ আখতারুজ্জামান,
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ সাজেদুল মন্ডল চাঁদ,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবেরা সুলতানা হ্যাপি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম বিপ্লব, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক মোঃ সাজেদুল রহমান সাজু।
উক্ত শান্তি সমাবেশের আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ কর্মকার,আলোচনা সভা পরিচালনা করেন ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ মতিন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ খোয়ালিদ ইসলাম খোয়ালিদ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মাজেদুল রহমান বুলন, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন সিরাজি। সমাবেশে বক্তারা বলেন, উন্নয়নের ধারা ব্যাহত করতে বিএনপি-জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্র শুরু করেছে। দেশ যখন উন্নয়নের এগিয়ে যাচ্ছে তখন তারা হরতাল অবরোধসহ সন্ত্রাসী নৈরাজ্য চালাচ্ছে। তাদের হরতাল অবরোধ দেশ কিংবা মানুষের কল্যাণে নয়।
এসময় জেলা উপজেলা ও ইউনিয়ন আওয়ামিলীগের অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।