সোমবার, ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

পার্বতীপুরের তৃতীয় বারের মতো হাফিজুল ইসলাম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

পার্বতীপুরের তৃতীয় বারের মতো হাফিজুল ইসলাম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

পার্বতীপুর (দিনাজপুর ) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপে অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোট পেয়ে টানা তৃতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: হাফিজুল ইসলাম প্রামানিক। আনারস প্রতীকে ৭১ হাজার ১শ ৬৭ ভোট পেয়ে বে-সরকারি ভাবে নির্বাচিত হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ¦ী দোয়াত কলম প্রতীকে কাজী আব্দুল গফুর পেয়েছেন ৬হাজার ২শ ২৪ ভোট। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে আমিরুল মোমেনিন তালা প্রতীকে পান ৫২ হাজার ৮শ৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ¦ী টিউবওয়েল প্রতীকে ৩০হাজার ১৩৬ ভোট পান শফিকুর রায়হান নেতা। সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকুকে ফুটবল প্রতীকে পরাজিত করে কলস প্রতীক নিয়ে সুলতানা নাসরীন ৫৬ হাজার ১শ ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ¦ীর প্রাপ্য ভোটের সংখ্যা ছিলো ২৬ হাজার ৭শ ৫ ভোট। রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা ফাতেমা খাতুন বে-সরকারিভাবে নির্বাচিত প্রার্থীদের ফল ঘোষনার পর পরই উল্লাসে মেতে ওঠেন নেতা কর্মী ছাড়াও সমর্থকরা।

 

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন