বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

সদ্য সংবাদ:

সহকারী কর কমিশনারদের বুনিয়াদি প্রশিক্ষণ

সহকারী কর কমিশনারদের বুনিয়াদি প্রশিক্ষণ

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ৪০তম বিসিএস ব্যাচের সহকারী কর কমিশনারদের বিভাগীয় বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও ৪১তম বিসিএস ব্যাচের সহকারী কর কমিশনারগণের প্রশিক্ষণ কোর্সের উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিসিএস (কর) একাডেমিতে অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময়ে এনবিআর সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জনাব জি এম আবুল কালাম কায়কোবাদ বিশেষ অতিথি ও বিসিএস (কর) একাডেমির সম্মানিত মহাপরিচালক জনাব রওনক আফরোজ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতে জুলাই অভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিসিএস (কর) একাডেমির যুগ্ম পরিচালক মো. গোলাম কিবরিয়া ও উপপরিচালক কাজী ফারজানা লীনা।

৪০তম বিসিএস ব্যাচের সহকারী কর কমিশনারদের বিভাগীয় বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে ১ম স্থান অধিকার করেছেন মো. রিপন আলী, ২য় স্থান রাখাল চন্দ্র শীল, ৩য় স্থান অধিকার করেছেন তানজিনা সুলতানা।

অনুষ্ঠানে বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী ও মহাসচিব সৈয়দ মহিদুল হাসান উপস্থিত ছিলেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন