গেমিং স্ট্রিমার্সদের নিয়ে গিগাবাইটের বিশেষ মিটআপ


মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : সম্প্রতি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) শেষ হয়েছে দেশের সবচেয়ে বড় প্রযুক্তি মেলা ‘এনএসইউ টেক ফেস্ট ২০২৫’। সেখানে দেশের জনপ্রিয় গেমিং স্ট্রিমাররা একত্রিত হয়েছিলেন। এবার তাদের নিয়ে রাজধানীতে গিগাবাইট আয়োজন করেছে একটি বিশেষ মিটআপ, যার উদ্দেশ্য ছিল গেমিং কমিউনিটির বিকাশ এবং স্ট্রিমারদের মধ্যে সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে তাদের কাজকে আরও জনপ্রিয় করা।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত এই মিটআপে সারাদেশ থেকে আগত গেমিং স্ট্রিমাররা অংশ নেন। গিগাবাইটের পক্ষ থেকে বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আনাস খান বলেন, বাংলাদেশে গেমিং স্ট্রিমিংয়ের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। বর্তমানে অনেক স্ট্রিমার নিয়মিত স্পন্সরশিপ এবং বিজ্ঞাপনের মাধ্যমে আয় করছেন। গিগাবাইটের এই আয়োজন গেমিং কমিউনিটিকে আরও উৎসাহিত করবে।
তিনি বলেন, এই ধরনের আয়োজন ভবিষ্যতে আরও বেশি করে অনুষ্ঠিত হবে, যা গেমিংয়ের এই ধারাকে আরও উৎসাহিত করবে।
গেমিং স্ট্রিমাররা অনলাইনে লাইভ গেম খেলে দর্শকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে। তারা গেমের কৌশল শেয়ার করেন, নতুন গেমিং গিয়ার নিয়ে আলোচনা করেন এবং তাদের অভিজ্ঞতা দর্শকদের সঙ্গে ভাগ করেন।
গিগাবাইটের এই বিশেষ মিটআপে উপস্থিত ছিলেন, গিগাবাইটের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সিনিয়র ডেপুটি ম্যানেজার এলান সু, প্রোডাক্ট ম্যানেজার তানজিম চৌধুরী, এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এনএসইউসিইসি ক্লাবের শিক্ষার্থীরা।