শনিবার, ১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ফুলবাড়ীতে ৫টি বাচ্চার জন্ম দিল একটি ছাগল 

ফুলবাড়ীতে ৫টি বাচ্চার জন্ম দিল একটি ছাগল 
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে একটি দেশি ছাগলের ৫টি বাচ্চা জন্ম হওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে আশেপাশের গ্রাম থেকে শতশত নারী-পুরুষ দলবেঁধে সদ্য জন্ম নেয়া ছাগলের বাচ্চাগুলোকে এক নজর দেখতে ছুঁটে যান খয়বর আলী ও সুফিয়া বেগম দম্পতির বাড়িতে। এই দম্পতির বাড়ি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি এলাকায়।
স্থানীয়রা জানান, পাঁচ বছর আগে স্বামী খয়বর আলী স্ত্রী সুফিয়া বেগমকে সংসারে বাড়তি আয়ের  জন্য একটি কালো রংয়ের দেশি ছাগল কিনে দেন। এক বছরের মধ্যে ছাগলটি দুটি বাচ্চার জন্ম দেয়। এভাবে দ্বিতীয় বছরও দুইটি, তৃতীয় বছর দুইটি, চতুর্থ বছর দুইটি বাচ্চা জন্ম দিলেও এ বছর ১১ মে  পঞ্চম বছরে এক সঙ্গে ৫টি বাচ্চার জন্ম দেয়। এক সঙ্গে পাঁচটি বাচ্চা জন্ম দেওয়ায় খুশি সফিয়া বেগমসহ পরিবারের সবাই। খবর পাড়া প্রতিবেশির মধ্যে জানা জানি হলে এক নজর দেখতে ছুঁটে যান গৃহিণী সুফিয়া বেগমের বাড়িতে। পরে গত চার পাঁচ দিনে পুরো গ্রাম জুড়ে খবর ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয় কয়েকজন যুবক ৫ টি বাচ্চার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করলে নেট দুনিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, সদ্য জন্ম নেয়া পাঁচটি ছাগলের বাচ্চা জন্মের পর মা ছাগল ও বাচ্চাগুলো সুস্থ আছে। স্বাভাবিক ভাবে বাচ্চাগুলো তার মায়ের দুধপানসহ চলাফেরা করছে।
ছাগলের মালিক খয়বর আলী ও তার স্ত্রী সুফিয়া বেগম জানান, দেশি ছাগলের বাচ্চা পাঁচটি হবে এটা কখনো ভাবিনি। সেইদিন প্রথমে পর পর দুইটি বাচ্চা হয়। এর কিছুক্ষণ পর পর আবারও তিনটি বাচ্চা হয়। মুহূর্তে মধ্যে পাড়াপ্রতিবেশিরা দেখতে আসেন। এখনো অনেকেই দেখতে আসছেন। তবে আল্লাহর অশেষ রহমতে ৫টি ছাগলের বাচ্চা হওয়ায় আমরা খুবই খুশী। তবে এই বাচ্চা গুলো গত পাঁচ দিন থেকে মায়ের দুধের পাশাপাশি দিনে তিন বেলা ও রাতের ১২ টা পর্যন্ত  তিন বেলা করে দুই কেজি গাভির দুধ খাওয়ানো হচ্ছে। এছাড়াও সব সময় বাচ্চাগুলোকে নজরে রাখতে হয়। নজর না রাখলে যেন কোন মুহূর্তে শিয়াল ও বেজির পেটে চলে যাবে। এই দেশি জাতের ছাগলটি পাঁচ বছরে কয়েক বারে মোট ১৩টি বাচ্চার জন্ম দিয়েছে।
নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হাছেন আলী জানান, শুনেছি গত ১১ মে আমার বাড়ির পাশের  কৃষক খয়বর আলীর একটি দেশি ছাগলের এক সঙ্গে ৫টি বাচ্চা হয়েছে। শুনছি এখনো বাচ্চাগুলোকে দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছেন। তবে আগে কখনও আমাদের এলাকায় এক ছাগলের ৫টি বাচ্চা হওয়া দেখিনি আবার শুনার খবরও পায়নি।
ফুলবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক জানান, দুই, তিনটি পর্যন্ত স্বাভাবিক ভাবে ছাগলের বাচ্চা হয়ে থাকে এবং চারটি পর্যন্ত ছাগলের বাচ্চা জন্ম নেওয়া স্বাভাবিক হলেও এর সংখ্যা কম। তবে এক সাথে পাঁচটি ও ছয়টি বাচ্চা জন্ম নেওয়া একটু ব্যতিক্রম হলেও অস্বাভাবিক কিছু নয়।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন