বাংলাদেশ স্কাউটস,পার্বতীপুর রেলওয়ে জেলা স্কাউটস এর ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত


মুক্তিনিউজ ২৪ ডট কম ডেস্ক : বাংলাদেশ স্কাউটস ,পার্বতীপুর রেলওয়ে জেলার ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা গত ১৯ মার্চ ২০২৫ তারিখ, বুধবার, বেলা ১১.০০টায় প্রধান নির্বাহী, কেলোকা মহোদয়ের সভাকক্ষে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিবেশে কাউন্সিলগণের উপস্থিতিতে (অন লাইন ও অফ লাইন) অনুষ্ঠিত হয়েছে।
কাউন্সিলে সভাপতিত্ব করেন মোঃ সাইফুল ইসলাম,আহবায়ক,এডহক কমিটি,বাংলাদেশ স্কাউটস, পার্বতীপুর রেলওয়ে জেলা ও প্রধান নির্বাহী/কেলোকা, বাংলাদেশ রেলওয়ে, পার্বতীপুর। আরও উপস্থিত ছিলেন মো: রেজাউল আলম সিদ্দিকী,কর্মব্যবস্থাপক,ডিজেল লোকোমোটিভ কারখানা, মো: রবিউল ইসলাম, কর্মব্যবস্থাপক/পি/কেলোকা, ময়েন উদ্দীন সরদার, কর্মব্যবস্থাপক/এম/কেলোকা,বাংলাদেশ রেলওয়ে,পার্বতীপুর সহ বিভিন্ন ইউনিট থেকে আগত কাউন্সিলরবৃন্দ। অন লাইনে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, পার্বতীপুর রেলওয়ে জেলার এডহক কমিটির সদস্য সচিব ও আঞ্চলিক পরিচালক মুহাম্মদ আবু সালেক।
বাংলাদেশ স্কাউটস পার্বতীপুর রেলওয়ে জেলার স্কাউটিং কার্যক্রম সুষ্ঠভাবে বাস্তবায়ন ও পরিচালনা এবং গতিশীল করতে কাউন্সিল সভায় ২০২৫-২০২৮ মেয়াদে নির্বাহী কমিটি গঠন করা হয়।
নির্বাচিত নির্বাহী কমিটির সদস্যরা হলেন সভাপতি হিসেবে মোঃ সাইফুল ইসলাম, প্রধান নির্বাহী/কেলোকা, বাংলাদেশ রেলওয়ে, পার্বতীপুর,কমিশনার মো: রেজাউল আলম সিদ্দিকী, কর্মব্যবস্থাপক, ডিজেল লোকোমোটিভ কারখানা, বাংলাদেশ রেলওয়ে, পার্বতীপুর, কোষাধ্যক্ষ মোঃ সুফিয়ান, এফএএসবিএ/গ্রেড-২/পার্বতীপুর, সম্পাদক মোঃ আখতারুজ্জামান, পরিচালক, এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুল,পার্বতীপুর,যুগ্ন সম্পাদক আরাফাত জামিল, প্রধান শিক্ষক, এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুল।
আগামীতে সকলের সহযোগিতায় একসাথে কাঁধ মিলিয়ে পার্বতীপুর রেলওয়ে জেলা স্কাউটস এর স্কাউটিং কার্যক্রমকে বেগবান ও সুনাম অক্ষুন্ন রাখতে নিরলস ভাবে কাজ প্রত্যয় ব্যক্ত করে সকল কাউন্সিলরগণকে (অনলাইন, অফলাইনে যুক্ত) অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভাপতি মহোদয় সভার পরিসমাপ্তি ঘোষনা করেন।