রবিবার, ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ঝড়-বৃষ্টিতে আহত ২টি গাঙচিল উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঝড়-বৃষ্টিতে আহত অবস্থায় এক জোড় গাঙচিল উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
শনিবার (১৭ মে) উপজেলার সদর ইউনিয়নের উত্তর-উত্তসুর এলাকায় গাঙচিল দুটি গাছ থেকে পড়ে যায়। উড়তে না পারা গাঙচিল দুটি দেখে স্থানীয়রা শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়।
খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে গাঙচিল দুটিকে উদ্ধার করেন।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, বাংলাদেশে যে গাঙচিল পাওয়া যায়, সেগুলো সবচেয়ে ছোট আকারের এরা খুদে বা ছোট গাঙচিল নামেই পরিচিত। ইংরেজি নাম লিটল টার্ন। ল্যারিডি গোত্রের পাখিটির বৈজ্ঞানিক নাম Sternula albifrons। এদের দেহের দৈর্ঘ্য ২০-২৮ সেন্টিমিটার। বাংলাদেশ ছাড়াও ভারতীয় উপমহাদেশসহ এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও অস্ট্রেলিয়ায় পাখিটির বৈশ্বিক বিস্তৃতি রয়েছে। উদ্ধারকৃত গাঙচিল দুটিকে শ্রীমঙ্গলস্থ বনবিভাগ কতৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন