শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

পাঁচবিবিতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও মাতৃভাষা দিবস উদযাপন

পাঁচবিবিতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও মাতৃভাষা দিবস উদযাপন
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষে পাঁচমাথা কেন্দ্রীয় স্মৃতিসৌধ প্রাঙ্গনে প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পুষ্পস্তবক অর্পণ এবং বিশেষ মোনাজাত করার মধ্যে দিয়ে দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে।
পরে ২১শে ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরনী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ বেলায়েত হোসেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) ময়নুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম ডালিম,সাধারন সম্পাদক মোঃ আব্দুল হান্নান চৌধুরী,পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান (মুক্তার),পাঁচবিবি উপজেলা বিএনপির সাংগঠনিক সেক্রেটারী মোঃ রেজাউল করিম,পৌর জামায়াতে আমীর মাওলানা আবুল বাশার। আরো বক্তব্য রাখেন,এল,বি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান,উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক আব্দুল হাই,বীর মুক্তিযোদ্ধা তোফায়েল হোসেন ও পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু হাসান প্রমুখ।উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন বলেন, বায়ান্ন একটি চেতনা। যে চেতনা ধারণ করেই প্রতিষ্ঠিত হয়েছিল এ বাংলাদেশ। আমরা সবাই মিলে স্মরণ করব ভাষা শহীদদের কথা, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি মায়ের ভাষা। বাংলা ভাষাকে উঁচুতে তুলে ধরতে হবে। তিনি বিগত জুলাই—আগষ্ট আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ও তাদের রুহের মাগফিরাত কামনা করেন।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন