রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

পার্বতীপুরে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত

পার্বতীপুরে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইয়ং সোসাইটি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ৮ম আসরের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকালে বেলাইচন্ডি বাসস্ট্যান্ড সংলগ্ন মনপুরা ফুটবল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।

পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইয়ং সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য এ, জেড, এম রেজওয়ানুল হক পুত্র ইঞ্জিনিয়ার এ জেড এম আরিফুল হক রিয়েল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ জালাল উদ্দিন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম বাবু। পরিচালনায় ছিলেন উপজেলা বিএনপি’র বৈদেশিক কল্যাণ সম্পাদক ও বেলাইচন্ডী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হানিফ উদ্দিন প্রামানিক।

খেলায় সবুজ সংঘ ইয়ং স্টার ক্লাব সিরাজগঞ্জ বনাম ফুটবল কোচিং সেন্টার সৈয়দপুর অংশগ্রহণ করেন। দুই দুই গোলে খেলায় সমতা হলে ট্রাইব্রেকারে ৬-৫ গোলে সবুজ সংঘ ইয়ং স্টার ক্লাব সিরাজগঞ্জকে পরাজিত করে ফুটবল কোচিং সেন্টার সৈয়দপুর বিজয়ী হয়। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হোন ফুটবল কোচিং সেন্টার সৈয়দপুরের রবি। প্রধান অতিথি তার হাতে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার তুলে দেন।

খেলাটিতে সার্বিক ধারা বর্ণনায় ছিলেন, পার্বতীপুরের কীর্তি সন্তান ও স্বনামধন্য টিভি ক্রীড়া ধারাভাষ্যকার খোরশেদ রায়হান ও বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার তাইফুল ইসলাম তপু। খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন, রুবাই হোসেন ও তার সহকারী দু’জন ছিলেন, ফজলুল হক ও আল আমিন হোসেন ।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন