রাজারহাটে মাদক ব্যবসায়ীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত


ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে চিহ্নিত মাদক ব্যবসায়ী, চুরি, ডাকাতিসহ প্রায় ১৫টি মামলার কুখ্যাত আসামী নিজাম উদ্দিন ওরফে মিজানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২২ মার্চ দুপুরে উপজেলার হিলফুল ফুজুল তরুণ সংঘ,বাছড়া আজিজিয়া আলিম মাদ্রাসা এবং নাজিমখাঁন ইউনিয়নবাসীর যৌথ আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, নাজিমখাঁন ইউয়িনের ইউপি সদস্য মোসলেম উদ্দিন, ভুক্তভোগী মাইদুল ইসলাম, শিক্ষক রাজু আহমেদ, আহত ভুক্তভোগী জবা আকতার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রিয় সম্বনয়ক রিফাত রেদওয়ান মন্ডল, হিলফুল ফুজুল তরুণ সংঘের সভাপতি আহসান হাবীব সৌরভ মন্ডল, শিক্ষার্থী আশা মনি প্রমুখ।
বক্তারা জানান, রাজারহাট উপজেলার দুর্ধর্ষ মাদক ব্যবসায়ী, চুরি, ডাকাতিসহ প্রায় ১৫টি মামলার কুখ্যাত আসামী নিজাম উদ্দিন ওরফে মিজানের বাড়িতে গত ১মার্চ মধ্য রাতে যৌথ বাহিনী অভিযান চালায়। এসময় সে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরের দিন ইফতারের আগে পুলিশের সোর্স সন্দেহে ইউপি সদস্য মাইদুল ইসলাম ও তার স্ত্রী শিক্ষক জবা আকতারকে নিজ বাড়ির সামনে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে মারাত্নক ভাবে আহত করে।
এসময় বক্তারা আরও জানান, কুখ্যাত এই সন্ত্রাসীর পিতা নুরুদ্দিন সাবেক পুলিশ সদস্য এবং তার বড় ও ছোট ভাই সেনাবাহিনীতে চাকুরিরত রয়েছে। এই প্রভাব দেখিয়ে নিজাম উদ্দিন মিজান দীর্ঘদিন ধরে নানা অপকর্মে লিপ্ত হয়ে পড়ে। এতে করে উপজেলার নাজিমখাঁন ইউনিয়নবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে এবং নিজাম উদ্দিন মিজানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।