বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে বুধবার যথাযোগ্য মর্যাদায় মহান ২৬শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে ৩১বার তোপধধ্বনির মধ্য দিয়ে সূর্যোদ্বয়ের সাথে সাথে উপজেলা পরিষদ শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। একই সঙ্গে উপজেলার ঠাঁটমারী বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ করেন  উপজেলা প্রশাসন। এসময় শহীদের স্বরণে পৃথক পৃথক ভাবে এক মিনিট নিরবতা পালন এবং দোয়া অনুষ্ঠিত হয়।
শহীদদের স্মরণে শহীদ মিনারে প্রত্যুষে পুষ্পস্তবক অর্পণ করেন রাজারহাট উপজেলা প্রশাসন, রাজারহাট থানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও সন্তান কমান্ড, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন, উপজেলার জামায়াতে ইসলামী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলার প্রেসক্লাব, উপজেলা সাব-রেজিষ্টার অফিস, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়, আনসার ভিডিপি, সিভিল।
পরে সকাল সাড়ে ৯ টায় রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন ও কবুতর উড়িয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান ও থানার অফিসার ইনচার্জ মোঃ তসলিম উদ্দিন। সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা কফিল উদ্দিন। পরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এসময় উপজেলারবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান। পরে প্যারেড পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ও রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ তছলিম উদ্দিন। এসময় রাজারহাট থানা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার বাহিনীসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ কুচকাওয়াজে অংশগ্রহন করেন।
শেষে উপজেলা নির্বাহী অফিসারসহ অতিথিবৃন্দ কুচকাওয়াজে অংশগ্রহনকারীদের মাঝে পুরষ্কার বিতরন করেন।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন