বৃহস্পতিবার, ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

যান্ত্রিক ত্রুটিতে মধ্যপাড়া খনি থেকে পাথর উত্তোলন বন্ধ

যান্ত্রিক ত্রুটিতে মধ্যপাড়া খনি থেকে পাথর উত্তোলন বন্ধ

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : দেশের একমাত্র উৎপাদনশীল ভূগর্ভস্থ পাথর খনি দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেড (মধ্যপাড়া পাথর খনি) থেকে পাথর উত্তোলন বন্ধ হয়ে গেছে।

আজ মঙ্গলবার আনুমানিক ভোর ৫টা থেকে যান্ত্রিক ত্রুটির (ভর্গস্থ লিপ্টের বিয়ারিং ভেঙ্গে যাওয়ায়) কারণে সাময়কিভাবে এই পাথর উত্তোলন বন্ধ হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী ডি.এম. জোবাইয়ের হোসেন।

এদিকে খনি সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ইতিপূর্বেও ২০২৪ সালের ১৬ ডিসেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে খনিটির উৎপাদন বন্ধ হয়ে যায়। পরবর্তী একমাস পর খনিটি উৎপাদনে ফিরে।

এমডি প্রকৌশলী ডি.এম. জোবাইয়ের হোসেন জানান, টেকনিকাল কারণে মঙ্গলবার ভোর আনুমানিক ৫টা থেকে খনি ভূগর্ভ থেকে পাথর উত্তোলন বন্ধ হয়ে যায়। তবে বিষয়টি বিশেজ্ঞরা দেখছেন, আশা করা যায় দ্রুতই খনিটি উৎপাদনে ফিরো পাথর উত্তোলন শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন