দিনাজপুরে ২০৪ জন উদ্যোক্তার মাঝে চেক বিতরণ


দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে জাতীয় মহিলা সংস্থার আওতায় উদ্বুদ্ধকরণ কর্মশালা ও প্রশিক্ষন ভাতা চেক বিতরণ অনুষ্ঠান করা হয়েছে। সোমবার দুপুরে দিনাজপুর মহিলা সংস্থার কার্যালয়ে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় এই অনুষ্ঠান করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষনপ্রাপ্ত ২০৪ জন উদ্যোক্তার মাঝে ১৮ লাখ ৮৭ হাজার ৬০০টাকার চেক বিতরণ করেন দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন, ‘এ সমাজ বিনির্মানে নারী-পুরুষের সমান অংশগ্রহণ রয়েছে। নানা কারণে নারীরা পিছিয়ে আছে। নারীদের অর্থনৈতিকভাবে সাবলম্বী করে এগিয়ে নিতে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। আজকে প্রশিক্ষন নিয়ে পরিশ্রম করে যারা উদ্যোক্তা হলেন তারা অন্ধকার থেকে আলোর সান্নিধ্য পেলেন। দেশের উন্নয়নে অংশীদার হলেন।’
দিনাজপুর জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষক আব্দুল্লাহ আল মামুন জানান, জাতীয় মহিলা সংস্থায় ফ্যাশন ডিজাইন, বিউটিফিকেশন, ক্যাটারিং, ইন্টেরিয়র ডিজাইন, ইভেন্ট ম্যানেজম্যান্ট অ্যান্ড ই-কমার্স বিষয়ে ব্যাচভিত্তিক প্রশিক্ষন প্রদান করা হয়। প্রতিটি ব্যাচে ২২০-২৫০জন পর্যন্ত প্রশিক্ষনার্থী থাকে। ২০২৩-২০২৪ অর্থবছরে সফলভাবে প্রশিক্ষন সমাপ্ত করায় ২০৪জনকে ট্রেড ভেদে ৬ হাজার থেকে ১২ হাজার টাকা পর্যন্ত ভাতা প্রদান করা হয়েছে।
এসময় অন্যাণ্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষন কর্মকর্তা মোসাম্মৎ রুবি আক্তার, দিনাজপুর প্রেসক্লাবের(নিমতলা) সভাপতি নুরুল হুদা প্রমুখ।