বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

আদমদীঘিতে চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ

আদমদীঘিতে চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
মহান স্বাধীনতা দিবস উপলে বগুড়ার আদমদীঘিতে সমৃদ্ধি কর্মসূচির আয়োজনে চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে পুরষ্কার বিতরনের এই আয়োজন করা হয়। আদমদীঘি সদর ইউনিয়নরে বিভিন্ন গ্রামের দুই শতাধীক শিশুরা চিত্রাঙ্কন, কিশোরীরা দড়ি খেলায় এবং নারীরা লুডু প্রতিযোগীতায় অংশ গ্রহণ করেন। প্রতিযোগীদের মূল্যায়ন শেষে ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারীদের নির্বাচিত করা হয়। এরপর অংশগ্রহণকারীদের মধ্যে ১২ জনের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বেডো সমৃদ্ধি কর্মসূচির উপজেলা কর্মসূচি সমন্বয়কারী তরিকুল ইসলাম। বেডো সমৃদ্ধি কর্মসূচির সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারি শিবনাথ চন্দ্র পালের সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা এনজিও সমন্বয় ফোরামের সভাপতি কাওছার আলী, সান্তাহার প্রেসকাবের সভাপতি তোফায়েল হোসেন লিটন, সাংবাদিক জিললুর রহমান, ও সাইফুল ইসলাম প্রমুখ।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন