শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ভাষা শহীদদের স্মরণে নড়াইল কালেক্টরেট স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ভাষা শহীদদের স্মরণে নড়াইল কালেক্টরেট স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নড়াইল প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নড়াইলে চিত্রাঙ্কন, আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ করা হয়েছে। নড়াইল কালেক্টরেট স্কুলের উদ্যোগে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুলের প্রধান শিক্ষক উজির আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-সহকারী শিক্ষক নারগিস নাহার লোপা, ফিরোজ মিনা, শারিমন সুলতানা, নূর আলম, কেয়া খাতুন, ফারজানা রহমান,অন্তরা বৈরাগীসহ অনেকে। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন