মঙ্গলবার, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

সংবাদ শিরোনাম :

নোয়াখালীতে বিনার উচ্চ ফলনশীল জনপ্রিয় জাত সমূহ নিয়ে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নোয়াখালীতে বিনার উচ্চ ফলনশীল জনপ্রিয় জাত সমূহ নিয়ে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নোয়াখালী প্রতিনিধিঃ বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চ ফলনশীল জনপ্রিয় জাতগুলোর পরিচিতি ও আন্তঃপরিচর্যা শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১০ মার্চ) দিনব্যাপী বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে সুবর্ণচর উপজেলার বিনা উপকেন্দ্রে এ কৃষক প্রশিক্ষণের আয়োজন করা হয়।
বিনা উপ কেন্দ্রে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনার মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ।
বিনা মহাপরিচালক ড. মোঃ আবুল কালাম আজাদ প্রান্তিক কৃষক-কৃষাণীদের সাথে বিনার জাতসমূহ নিয়ে দীর্ঘ সময় মুক্ত আলোচনা করেন। এ সময় তিনি, উপকূলীয় অঞ্চল হাতিয়া ও সুবর্ণচর উপজেলাতে লবণাক্ত জমিতে ফসল উৎপাদন বৃদ্ধিতে বিনা’র জাত গুলো থেকে ভালো ফলনের বিষয়ে কৃষকদের সাথে আলোচনা ও ফসলের সমস্যা এবং বীজ সংরক্ষণ পদ্ধতি বিষয়ে নানা পরামর্শ দিয়েছেন।
মধ্য চরবাটার কৃষক সারোয়ার বলেন, আমি বিনা থেকে বীজ নিয়ে ৫ একর জমিতে বিনা সরিষা ও বিনা ধান চাষে লাভবান হয়েছি এবং ভালো দামে বীজ বিক্রয় করতে পেরেছি।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ড. মীরা রানী দাস, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নোয়াখালী। এছাড়াও উপস্থিত ছিলেন, মোঃ মাহবুবুল আলম তরফদার, পিএসও ও প্রকল্প পরিচালক, ড. রেজা মোহাম্মদ ইমন, পিএসও এবং প্রকল্প পরিচালক, তেল জাতীয় বীজ প্রকল্প, ড. মোহাম্মদ আশিকুর রহমান পিএসও এবং উপ-প্রকল্প পরিচালক,বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প,  ড. মোঃ হাসানুজ্জামান পিএসও ও প্রকল্প পরিচালক, বিসিসিটিএফ, মোঃ হারুন অর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিপ্তর সুবর্ণচর, মোহাম্মদ জুয়েল সরকার,  এসও এবং শাহেদ হোসেন, এসও, বিনা প্রমুখ।
সুবর্ণচর বিনা উপকেন্দ্রের পিএসও ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইলিয়াস হোসেনের সভাপতিত্বে ও বৈজ্ঞানিক কর্মকর্তা জোবায়ের আল ইসলামের সঞ্চালনায় এতে সুবর্ণচর, লক্ষীপুর, হাতিয়া উপজেলা, নোয়াখালী সদর, চরমজিদ  উপজেলার ১০০ জন কৃষক ও কৃষাণী অংশ নেন।
কৃষক প্রশিক্ষণে বক্তারা বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চ ফলনশীল আউশ,আমন, বিনা সরিষা, বিনা সয়াবিন, বিনা তিল, বিনা চিনা বাদাম সহ জনপ্রিয় জাতের ফলন, আবাদ, পরিচর্যা নিয়ে বিস্তর আলোচনা করেন। পরে বক্তারা কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন