শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

শ্রীমঙ্গলে অবৈধ বালুবাহী ট্রাকসহ আটক ২

শ্রীমঙ্গলে অবৈধ বালুবাহী ট্রাকসহ আটক ২

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলনকৃত বালুবাহী ট্রাকসহ ২জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) শ্রীমঙ্গল থানার এসআই আব্দুর রহিম জিবান এর নেতৃত্বে¡ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার ভূনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল এলকা থেকে বিভিন্ন সরকারি ছড়া, জমি এবং হাইল হাওড় থেকে অবৈধ ভাবে উত্তোলিত বালুসহ একটি ট্রাকটি আটক জব্দ করা হয়।
এসময় হবিগঞ্জের বানিয়াচং এলাকার ফুল মিয়ার ছেলে আলম (৩০) ও হবিগঞ্জ সদরের ফান্দাইল এলাকার আয়ূব আলীর ছেলে মো. ফারুক মিয়া (৪০) কে আটক করে  পুলিশ।
পুলিশ জানায়, জব্দ করা রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-১৩-৬৫৪৪ এবং ট্রাকে ৪০০ ঘনফুট সিলিকা বালু রয়েছে। বালুর বাজার মূল্য আনুমানিক ৮ হাজার টাকা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন