পাঁচদফা দাবিতে অনড় প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা


মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : প্রতিবন্ধী স্কুল স্বীকৃতি ও এমপিওভুক্তিসহ পাঁচদফা দাবিতে ১১তম দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক-কর্মচারীরা। তারা বলছেন, অনতিবিলম্বে সব অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তি নিশ্চিত করতে হবে।
বুধবার (৫ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ ও 57 স্বীকৃতি প্রাপ্ত প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করছেন ।
এ সময় তারা বলেন, ২০১৯ খ্রিষ্টাব্দের ২০ ডিসেম্বর সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে প্রতিবন্ধী বিদ্যালয়গুলো স্বীকৃতি ও এমপিওর জন্য আবেদনের প্রজ্ঞাপন জারি করে এবং অনলাইনে আবেদন গ্রহণ করে। সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রাথমিক যাচাই-বাছাই শেষে আবেদন গ্রহণ করে। পরবর্তীতে বিশেষ শিক্ষা নীতিমালা ২০১৯-এর আলোকে জাতীয় স্বীকৃতি ও এমপিও কমিটি গঠন করে বিদ্যালয়গুলোকে ক, খ, এবং গ এই তিন শ্রেণিতে বিভক্ত করে সমাজকল্যাণ মন্ত্রণালয় কার্যক্রম শুরু করে, যা অত্যন্ত ধীরগতির। ফলে, সারাদেশের শিক্ষক-কর্মচারী অত্যন্ত মানবেতর জীবন-যাপন করছেন এবং প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষাক্ষেত্রে বিরূপ প্রভাব পড়ছে। স্বীকৃতি প্রাপ্ত প্রতিবন্ধী বিদ্যালয়গুলো হলো-
০১ প্রয়াস প্রতিবন্ধী বিদ্যালয়, কুমিল্লা সেনানিবাস কুমিল্লা
০২ ছালেহা খাতুন স্নায়ু ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, খাসমহল, রোড, বাড়ী-৬৯১, নলছিটি, ঝালকাঠী
০৩ আলোর পথে প্রতিবন্ধী বিদ্যালয়, পার্বতীপুর দিনাজপুর
০৪ মোহাম্মদ ফরহাদ উদ্দি আল মাসুদ গাংচিল প্রতিবন্ধী বিদ্যালয়, গ্রাম- গাংধোয়ারচর, পো- চরফারাদী, পাকুন্দিয়া কিশোরগঞ্জ
০৫ বাক ও শ্রবণ এবং বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় তেতুলিয়া বাজার বাঘা রাজশাহী
০৬ একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুনর্বাস কেন্দ্র আরাজী ঝাড়গাঁও, বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও
০৭ এক ডি একাডিমী প্রতিবন্ধী বিদ্যালয়, রাজগঞ্জ বাজার বেগমগঞ্জ নোয়াখালি
০৮ ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়, মহরকয়া, ডাক- বিলমাড়ীয়া, লালপুর নাটোর
০৯ পিকেএস একাডেমী, শান্তিনগর, থানা- পালং শরীয়তপুর
১০ অন্বেষা প্রতিবন্ধী রক্ষণাবেক্ষন শিক্ষা ও পুনর্বাসন কেন্দ্র (এ্যাডসার্স) হাজীপাড়া ঠাকুরগাঁও
১১ অনুভব প্রতিবন্ধী স্কুল, থানাপাড়া রোড, বোদা, পঞ্চগড়
১২ রায়হান ডিজএল স্কুল, গ্রাম- লেমুয়া(বাজার) পোঃ রায়হানপুর, উপজেলাঃ পাথরঘাটা বরগুনা
১৩ সাকো প্রতিবন্ধী স্কুল, জিএম হিলালী রোড, ধানগান্ধী সিরাজগঞ্জ
১৪ দরগাহ প্রতিবন্ধী বিদ্যালয় দরগাহপুর আশাশুনি সাতক্ষিরা
১৫ প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয় তদসংশ্লিষ্ট শাখা বিদ্যালয়সমূহ, মেলান্দহ জামালপুর
১৬ প্রত্যাশা প্রতিবন্ধী বিদ্যালয়, দস্তানাবাদ, নাটোর
১৭ কালীরহাট প্রতিবন্ধী বিদ্যালয়, দক্ষিণ গোবধা, আদিতমারী লালমনিরহাট
১৮ অটিষ্টিক চিলড্রেনস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, বাড়ী-৮, রোড-৩, লেন-২, ব্লক-কে, হালিশার হাউজিং ষ্টেট চট্টগ্রাম
১৯ রাখালবুরুজ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, আমতলী বাজার, গোবিন্দগঞ্জ গাইবান্ধা
২০ এস পি এ স্নায়ু ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, আজাহার মঞ্জিল, নগ্রাম রোড, বরিশাল
২১ বড়লই অটিষ্টিক স্কুল, বড়লই, ফুলবাড়ী কুড়িগ্রাম
২২ এম জে এফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়, নলতা কালিগঞ্জ সাতক্ষীরা
২৩ ফুলবাড়ী বাক শ্রবণ ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, চন্দ্রখানা, ফুলবাড়ী কুড়িগ্রাম
২৪ এস কে এস বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, শ্রীডাঙ্গা এবতেদায়ী মাদ্রাসা সংলগ্ন, ঘোনা সাতক্ষীরা
২৫ মাদারগঞ্জ আগউস প্রতিবন্ধী বিদ্যালয় ও পুনর্বাসন কেন্দ্র, বাঁশদাইর, গুনেরবাড়ী, মাদারীগঞ্জ জামালপুর
২৬ অনুভব অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, হীরক, সিনেমাহল রোড, খানাবাড়ী গোবিন্দ্রগঞ্জ, গাইবান্ধা
২৭ দুর্গাপুর বুদ্ধি ও বাক প্রতিবন্ধী বিদ্যালয়, দুর্গাপুর, রাজশাহী
২৮ বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়, সিংহজানী হাইস্কুল ক্যাম্পাস জামালপুর
২৯ সুপ্ত শিখা প্রতিবন্ধী স্কুল, নতুন মীরপুর থানা আমিনপুর উপজেলা- বেড়া পাবনা
৩০ দিনাজপুর বধির ইন্সটিটিউট, গুঞ্জাবাড়ি, রাজবাড়ি দিনাজপুর।
৩১ পলাশবাড়ী অটিজজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় পলাশবাড়ী গাইবান্ধা
৩২ ব্রাইন্ড এডুকেশন এন্ড রিহেবিলিটেনশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ডো) প্রতিবন্ধী বিদ্যালয়, ৩/১ রোড- ১১, রুপনগর আ/এ, মিরপুর, ঢাকা-১২১৩ ঢাকা
৩৩ দুর্জন বাংলা অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, হাতিল বুলুপাড়া জয়পুরহাট
৩৪ আলী আকবর মেমোরিয়াল বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় ও পুনর্বাসন কেন্দ্র, রানীশংকৈল, ঠাকুরগাঁও
৩৫ এস কে এস বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, গায়েশপুর, শাখরা কোমরপুর সাতক্ষীরা সদর সাতক্ষীরা
৩৬ বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়, বড়খাতা, হাতিবান্ধা লালমনিরহাট
৩৭ বগুড়া মুক বধির বিদ্যালয়, শেরপুর রোড কলোনী, বগুড়া বগুড়া
৩৮ করিমপুর নুরজাহান- সামসুন্নাহার প্রতিবন্ধী বিদ্যালয়, কাশীরাম, করিমপুর, কালীগঞ্জ লালমনিরহাট
৩৯ শিবগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয়, শিবগঞ্জ চাপাইনবাবগঞ্জ
৪০ কাথন্ডা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, সুইড বাংলাদেশ কাথন্ডা, মিরগীডাঙ্গা সাতক্ষীরা
৪১ সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, ২৬৮/৪ ভেলানগর, ছায়াবিধি আবাসিক এলাকা নরসিংদী
৪২ সুইড বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়, মুজিব সড়ক সিরাজগঞ্জ
৪৩ ভায়াডাঙ্গা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় (সুইড বাংলাদেশ) শ্রীরবদী শেরপুর
৪৪ সুইড বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, মহিলা কলেজ রোড, নতুন বাজার, মুক্তাগাছ ময়মনসিংহ
৪৫ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, টুংগীপাড়া গোপালগঞ্জ
৪৬ মানিকগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয় (সুইড বাংলাদেশ) মানিকগঞ্জ মডেল হাই স্কুল দক্ষিণ সেওতা, মানিকগঞ্জ
৪৭ সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, ঢোলডাঙ্গা, পলাশবাড়ী গাইবান্ধা
৪৮ নাটোর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, সুইড বাংলাদেশ, আলাইপুর নাটোর সদর নাটোর
৪৯ সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, মঠবাড়িয়া শাখা পিরোজপুর
৫০ সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, ঝালকাঠী শাখা ঝালকাঠী
৫১ সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, ঠাকুরগাঁও
৫২ সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, ঘোড়াঘাট দিনাজপুর
৫৩ সুইড বাংলাদেশ উইলস লিটল ফাওয়ার, কাকরাইল ঢাকা
৫৪ সুইডস বাংলাদেশ উত্তরা শাখা বাড়ী-২৯ রোড-৯ বি সেক্টর-৫, উত্তরা ঢাকা
৫৫ সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, নেয়ামতনগর, চাপাইনবাবগঞ্জ
৫৬ মুসা মিয়া বুদ্ধি বিকাশ (অটিষ্টিক) বিদ্যালয়, সুইড বাংলাদেশ ফাতেমা মঞ্জিল ১০৩/৭, মাওলানা ভাষাণী সড়ক, মাজমাদার পাড়া, ব্যাপারী পাড়া ঝিনাইদহ
৫৭ সুইড বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় (বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক শিশুদের প্রশিক্ষণ কেন্দ্র) রাকুয়াইয়া (প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন) কিশোরগঞ্জ
মানবেতর জীবন-যাপনকারী শিক্ষক-কর্মচারীদের নিজেদের অর্থনৈতিক মুক্তি ও প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষাদানের মাধ্যমে শতভাগ শিক্ষানীতি বাস্তবায়নের এই প্রচেষ্টা সরকারের হাত শক্তিশালী করার লক্ষ্যে আমাদের এই কর্মসূচি।
শিক্ষক-কর্মচারীদের পাঁচদফা দাবি হলো- অনতিবিলম্বে সব বিশেষ (অটিস্টিক ও প্রতিবন্ধী) বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তি নিশ্চিত করতে হবে। সব বিশেষ বিদ্যালয়ের প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো সুনিশ্চিত করতে হবে। বিশেষ শিক্ষার্থীদের ন্যূনতম শিক্ষাভাতা তিন হাজার টাকা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের মিড-ডে মিলসহ শিক্ষোপকরণ, খেলাধুলা সরঞ্জাম দেয়া ও থেরাপি সেন্টার বাস্তবায়ন করতে হবে। ছাত্র-ছাত্রীদের ভোকেশনাল কারিকুলামের আওতায় কর্মসংস্থান সৃষ্টি ও পুনর্বাসন সুনিশ্চিত করতে হবে।