পাঁচবিবিতে গভীর রাতে শীতার্তদের কম্বল দিলেন পুলিশ সুপার
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:কনকনে ঠান্ডা সেইসঙ্গে বৈছে হিমেল হাওয়া কুয়াশাছন্ন গভীররাত উপেক্ষা করে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকা ঘুড়ে ঘুড়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুল ওয়াহাব। এসময় পুলিশ সুপারের হাত থেকে কম্বল পেয়ে অনেক খুঁশি হয় অসহায় মানুষগুলো। তারা বলেন, এই শীতে গরম কাপড় না থাকায় রাতে ভালো ঘুম হয়না কম্বল পেয়ে ভালো লাগছে স্যারের জন্য প্রাণভরে দোয়া করেন তারা। গত সোমবার মধ্যরাতে উপজেলার বাগজানা ইউনিয়নের চকসমশের হিন্দুপাড়া, উচাই বাজিতপুর মিশনমোড় ও বীরনগর স্কুল মাঠে এলাকার আদিবাসী এবং পাঁচবিবি রেলস্টেশন এলাকার শীতবস্ত্রহীন অসহায়, হতদরিদ্র, পথশিশু ও প্রতিবন্ধী মানুষের মাঝে পুলিশ সুপার প্রায় আড়াই’শ কম্বল বিতরণ করেন। এসময় পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কাওসার আলী, জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল-মামুন, জেলা গোয়েন্দা শাখা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুল ওয়াহাব বলেন, আমরা মানবিক কারণে জেলা পুলিশের পক্ষ থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। শীতের রাতে অসহায় মানুষগুলো যেন গরমের উষ্ণতা পায় এজন্য কম্বল দিয়ে সহযোগিতা করছি। পুলিশের কাজ অসহায় মানুষের পাশে দাঁড়ানো সেই মানবিক মূল্যবোধ থেকেই আমরা একাজ করছি। সমাজের সকল বিত্তবানদের শীতার্তদের পাশে এগিয়ে আসা উচিৎ বলে মনে করেন পুলিশ সুপার।