পলাশবাড়ীতে সড়ক দূর্ঘটনায় ২ জন নিহতের ঘটনায় চালক আটক


ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ
গাইবান্ধার পলাশবাড়ী সড়কে বেপরোয়া গতিতে বাস চালিয়ে অটোভ্যান চালক রুবেল হোসেন (৪০) ও যাত্রী রেজাউল করিমকে (৩৫) ধাক্কা দিয়ে হত্যার অভিযোগে আটক এক চালক।
আটককৃত হলেন পলাশবাড়ী উপজেলার ছোট ভগবানপুর (ফুটানিবাজার) গ্রামের আব্দুল সোবহানের ছেলেশাকিল মিয়া (৩৫)।
শনিবার (২৬ এপ্রিল) র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ২৮ আগস্ট পলাশবাড়ী সড়কে দ্রুতগতিতে বাস চালিয়ে এবং ধাক্কা দিয়ে অটোভ্যান যাত্রী রেজাউল করিম ও চালক রুবেল হোসেনকে হত্যা করেছে বাসচালক শাকিল মিয়া। এ বিষয়ে পলাশবাড়ী থানায় সড়ক পরিবহন আইনে মামলা রুজু হয়। তখন থেকে আসামি শাকিল মিয়া আত্মগোপন ছিলেন।
এরপর সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৫ এপ্রিল) র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে। এতে তথ্য-প্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে মামলার এজাহারনামীয় প্রধান আসামি এবং ঘাতক বাসচালক শাকিল মিয়াকে পলাশবাড়ী বাসস্ট্যান্ড এলাকা থেকে সন্ধ্যায় গ্রেফতার করা হয়। তারপর এ আসামিকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।