লালমনিরহাটে দিগন্তজুড়ে সরিষা আবাদ প্রকৃতি সেজেছে যেন হলুদ বরণে
লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের বিভিন্ন এলাকায় দিগন্তজুড়ে সরিষা আবাদ। প্রকৃতি সেজেছে যেন, হলুদ বরণে। ফুলে ভরা সরিষার মাঠ দেখে কৃষকের মুখেও ফুটেছে হাসি। শীতের হিমেল বাতাসে দোল খাচ্ছে হলুদ সরিষার ফুল।
ফুলের মৌ মৌ গন্ধ, আর মৌমাছির গুঞ্জন মনকে বিমোহিত করে। এ দৃশ্য দেখে দুচোখ ফিরিয়ে নেওয়া হয়ে পড়ে কষ্টসাধ্য।
গত বছরের তুলনায় এবার বেড়েছে সরিষার চাষ। ভোজ্য তেলের দাম ও চাহিদা বৃদ্ধি পাওয়ায় কৃষকরা সরিষা চাষের দিকে ঝুকে পড়েছেন। আবহাওয়া অনুকুলে থাকায় বাম্পার ফলনের আশাবাদী কৃষক ও লালমনিরহাট কৃষি বিভাগ।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, আবাদি জমিগুলো ছেয়ে গেছে হলুদ সরিষার রঙে।
লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়ন, বড়বাড়ী,মোগলহাট,মহেন্দ্রনগর, খুনিয়াগাছ,
রাজপুর,হারাটি,গোকুন্ডা ও পঞ্চগ্রাম ইউনিয়ন বিভিন্নসহ জেলার বিভিন্ন এলাকায় সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে মাঠ।এ সময় ছোট থেকে শুরু করে বিভিন্ন বয়সের ছেলে মেয়েদের দেখা যায় সরিষা ফুলের মাঠের ছবি তুলতে।
জেলায় গত বছর সরিষার ফলন ভালো হয়েছে। তাই কম খরচে বেশি ফলনের আশায় এ বছরও চাষাবাদ করেছেন কৃষকেরা। উঁচু জমিতে আবাদ করা ধান গোলায় তুলে সরিষার বীজ বপন করেছিলেন। আর কিছুদিন পরই এ শস্য ঘরে তুলতে পারবেন কৃষকরা।
লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের সাকোয়া গ্রামের কৃষক জাবেদ আলী বলেন, গত বছর সরিষার ভালো ফলন হয়েছে। এবারও সরিষা চাষ করেছি। কৃষি অফিস থেকে সরকারী প্রণোদনায় ভালো বীজ ও সার পেয়েছি। কৃষি কর্মকর্তারা আমাদের সার্বক্ষণিক পরামর্শ দেওয়ার পাশাপাশি মাঠ পর্যায়ে হাতেকলমে দিকনির্দেশনা দিচ্ছেন। আমরা আশাবাদী এবার সরিষার বাম্পার ফলন হবে।
কুলাঘাট ইউনিয়নের কৃষক মনসুর আলী(৪৭) বলেন, চরের জমিতে সরিষার আবাদ ভালো হয়। আমরা প্রায় প্রতিবছরেই সরিষা আবাদ করি। এ বছর সরিষার ভালো দাম থাকায় ৪ বিঘা সরিষা আবাদ করেছি। ফলনও ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।
লালমনিরহাট সদর উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ বলেন, সরিষা চাষে লাভ হওয়ায় দিন দিন সরিষা চাষ বৃদ্ধি পাচ্ছে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন হবে বলে আশা করছেন তিনি। এই লক্ষ্যে কৃষি বিভাগ কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান ও সহযোগীতা করছে।
লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড.মো. সাইফুল আরিফিন বলেন, চলতি মৌসুমে লালমনিরহাট জেলায় ২ হাজার ৩শত ৭০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। সরিষা আবাদে উদ্বুদ্ধ করতে সরকারীভাবে কৃষি বিভাগ থেকে কৃষককে প্রণোদনা হিসেবে ১ কেজি করে সরিষা বীজ, ডিইপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি দেওয়া হয়েছে। কৃষি ও কৃষকের উন্নয়নে বিনা চাষে সরিষা আবাদ সারা দেশে কৃষকদের মাঝে ছড়িয়ে পড়বে এমনটাই বলছেন ওই কমকর্তা।