শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

পার্বতীপুরে বাংলা নববর্ষ ভিন্ন রঙে উদযাপিত

পার্বতীপুরে বাংলা নববর্ষ ভিন্ন রঙে উদযাপিত

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : পার্বতীপুরে এবার পহেলা বৈশাখ উদযাপন করা হয় ভিন্নরকম ভাবে। উপজেলা ক্যাম্পাসটিকে ভিন্নসাজে রূপ দেওয়া হয়। দিনব্যাপী চলে বৈশাখী মেলা।

এবারের ১৪৩২ বঙ্গাব্দ নববর্ষ পালন উপলক্ষে আজ সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্ত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুণঃরায় উপজেলা চত্ত্বরে ফিরে শেষ হয় এবং পরে সেখানে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চত্ত্বরে দিনব্যাপী চলে বৈশাখী মেলা।

এতে বেশ কটি ষ্টল বসানো হয়। দর্শনার্থী ও নানা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভীড় জমে সারাদিন ব্যাপী। এর আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে পান্তা-ইলিশ খাওয়া হয় অন্ততঃ ১০-১২ টি আইটেমের শাক-সবজি ও সানা ভর্তা দিয়ে। উপজেলা প্রশাসনের সমগ্র কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ জাঁকজমকপূর্ণ বাঙালিপনার এই আয়োজনে অংশগ্রহণ করে। অপরদিকে পার্বতীপুরে জাতীয়তাবাদী দল আয়োজিত শুভ নববর্ষ ১৪৩২ এর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বিকালে দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে। র‍্যালিতে উপজেলা পৌর কমিটি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে।

এরপর একটি পথসভা অনুষ্ঠিত হয়, এ পথসভায় বক্তব্য রাখেন জননেতা পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি এ, জেড, এম রেজওয়ানুল হক। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বালিকা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়েও বৈশাখী আয়োজন করা হয়। সেখানে প্রধান শিক্ষক মাহমুদুর রহমানের নেতৃত্বে র‌্যালী, পান্তা-ইলিশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেইসাথে শহরের উল্লেখযোগ্য ক্লাব প্রগতি সংঘের আয়োজনে ক্লাবটির সভাপতি আনোয়ারুল ইসলামের নেতৃত্বে র‌্যালী, পান্তা-ইলিশ ও আলোচনা করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী আনন্দ শোভাযাত্রায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আহসান হাবিব, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সোহেল মারুফ (স্বপন) সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ পৌর শহরের উল্লেখযোগ্য কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন