বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

সদ্য সংবাদ:

ফুলবাড়ীতে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

ফুলবাড়ীতে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত
ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ  “সৃষ্টি যার, আইন চলবে তাঁর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির/২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়ী উপজেলা জামায়াতের আয়োজনে শনিবার সকাল ১০টায় উপজেলার মডেল মসজিদ অডিটরিয়ামের হলরুমে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাঃ আজিজুর রহমান সরকার অঞ্চল টিম সদস্য রংপুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামীর আমির মাঃ মোঃ আব্দুল মতিন ফারুকী,  সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুল হামিদ মিয়া জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা, ফুলবাড়ী উপজেলা জামায়াতের আমির মাঃ মোঃ আব্দুল মালেক ও উপজেলা সেক্রেটারী মাঃ আব্দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
অতিথিবৃন্দ দাওয়াতে ইল্লাল্লাহ বর্তমান প্রেক্ষিত, অনুশীলন পাঠ, যুগে যুগে ইসলামী আন্দোলনের কর্মীদের অগ্নি পরিক্ষা, গণভিত্তি রচনায় দায়িত্বশীলদের ভুমিকা, বাইয়াত বিল্লার গুরুত্ব ও পদ্ধতি, ইসলামী আন্দোলনের কর্মীদের গুনাবলী, দারসুল কুরআন নিয়ে আলোচনা করেন।
ফুলবাড়ী উপজেলা কর্ম পরিষদদের পরিচালনায় উপস্থিত বক্তৃতা কুইজ প্রতিযোগিতা ও ইসলামী সংগীত অনুষ্ঠিত হয়। বক্তৃতার বিষয় ছিল জামায়াতের লক্ষ্য, উদ্দেশ্য, কর্মসূচি, দাওয়াত। ইয়ানত, ইসলামী আন্দোলন, কর্মীর বৈশিষ্ট্য, কর্মীদের মাসিক প্রোগ্রাম, কর্মী বৈঠকের কর্মসূচি, ব্যক্তিগত রিপোর্টের গুরুত্ব ও বিষয়াবলী। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করে বিকেল ৪টায় কর্মী শিক্ষা শিবির সমাপ্তি ঘোষণা করা হয়।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন