সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

পার্বতীপুরে প্রি-পেইড মিটার বাতিলের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

পার্বতীপুরে প্রি-পেইড মিটার বাতিলের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
মসজিদ, মাদ্রাসা, মন্দির, কৃষকের সেচ, মিল, বাসা-বাড়ী ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানি নেসকোর প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে দিনাজপুরের পার্বতীপুর উপজেলা সচেতন নাগরিক কমিটি। আজ রবিবার বেলা ১১ থেকে ১২টা পর্যন্ত পার্বতীপুর উপজেলা সচেতন নাগরিক কমিটি আয়োজনে শহরের কেন্দ্রীয় বাসটার্মিনাল চৌররাস্তা মোড়ে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় ঘন্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ থাকে। পার্বতীপুর উপজেলা সচেতন নাগরিক কমিটি আহ্বায়ক মো: আকতার হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন-সংগঠনের যুগ্ম আহবায়ক ব্যবসায়ী মো: আনোয়ার হোসেন, সদস্য সচিব মো: অলিউল ইসলাম, সদস্য আবু তাহের মানিক, আব্দুর রশিদ সরকার প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, পার্বতীপুরে অবিলম্বে এ প্রকল্প বাতিলসহ প্রিপেইড মিটার সংযোগ বন্ধ করে সুনাগরিক সুবিধা নিশ্চিত করতে হবে। অবিলম্বে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ করা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন গ্রাহকরা। বেলা ১টায় পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারক লিপি প্রদান শেষে বিদ্যুৎ গ্রাহকদের একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নেসকো কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে। পরে বেলা ২টার দিকে পার্বতীপুর বিদ্যুৎ সরবরাহ নেসকো লিমিটেড, আবাসিক প্রকৌশলী সহকারি প্রকৌশলী কাছে আরও একটি স্মারক লিপি প্রদান করেন পার্বতীপুর উপজেলা সচেতন নাগরিক কমিটি। এসময় পার্বতীপুর মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো: সাহেব আলীসহ একদল পুলিশ ও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়।
হুগলীপাড়া মহল্লার গ্রাহক ডা: রুকুনু জ্জামান ও আজগার আলী অভিযোগ করে বলেন, গ্রাহকের ইচ্ছার বিরুদ্ধে এসব প্রিপেইড মিটার স্থাপন করা হয়েছে। পার্বতীপুর উপজেলা সচেতন নাগরিক কমিটি আহ্বায়ক মো: আকতার হোসেন বলেন, জনভোগান্তির এই প্রিপেইড মিটার লাগানোর ফলে নানাবিধ ভোগান্তি হচ্ছে। প্রিপেইড মিটারের প্রযুক্তিগত সমস্যাগুলো বিদ্যুৎ অফিস সাধারণ জনগণকে অবহতি না করেই জোরপূর্বক প্রিপেইড মিটার লাগাতে গ্রাহকদেরকে বাধ্য করছে।
এ ব্যাপারে পার্বতীপুর বিদ্যুৎ সরবরাহ নেসকো লিমিটেড, আবাসিক প্রকৌশলী সহকারি প্রকৌশলী মো: মাসুদ পারভেজ বলেন, পার্বতীপুর পৌরসভায় নেসকো’র ১৮ হাজার ৮০০ গ্রাহক রয়েছে। ইতিমধ্যে গত ৬ মাসে মসজিদ, মাদ্রাসা, মন্দির, কৃষকের সেচ, মিল, বাসা-বাড়ী ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ৯৩৬ প্রি-পেইড মিটার লাগানা হয়েছে। কোন গ্রাহক যদি প্রি-পেইড মিটার লাগাতে আগ্রহী থাকে লাগাবে। আপাততো নরমাল মিটার চলবে। তবে, প্রি-পেইডে সরানোর ব্যাপারে কোন সিদ্ধান্ত হয়নি।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন