বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

আদমদীঘিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

আদমদীঘিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। বুধবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুস্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ পুস্পস্তবক অর্পণ করেন৷ এরপর বীর মুক্তিযোদ্ধা, থানা পুলিশ, বিএনপি নেতাকর্মী, বিভিন্ন শিা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে এই শ্রদ্ধা নিবেদন করেন। সকাল সাড়ে ৮ টায় আদমদীঘি ঈশ্বরপূর্ণ জয় (আইপিজে) পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ এবং পুরস্কার বিতরণ করা হয়। বেলা সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেন তিনি। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, জনস্বাস্থ্য প্রকৌশলী সুলতান মাহমুদ, নির্বাচন অফিসার রাজু আহম্মেদ, পল্লী উন্নয়ন অফিসার জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, সাধারণ সম্পাদক আবু হাসান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হামিদ, সান্তাহার প্রেস কাবের সভাপতি তোফায়েল হোসেন লিটন, সান্তাহার শহর প্রেস কাবের সভাপতি জিল্লুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা আহবায়ক আল ফাহাদ প্রমূখ।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন