পার্বতীপুরে নদীতে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
পার্বতীপুর(দিনাজপুর) সংবাদদাতাঃ
দিনাজপুরের পার্বতীপুরে নদী থেকে অর্ধগলিত অজ্ঞাত (৩০) পরিচয়ে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার বেলা ১২টার দিকে পার্বতীপুর মডেল থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার মো: মন্জুরল ইসলাম (বিরামপুর সার্কেল)। এ ঘটনায় থানায় একটি অস্বাভাকি মৃত্যুর মামলা হয়েছে। রবিবার বিকেলে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
পুলিশ ও গ্রামবাসী জানায়, রবিবার (৫ জানুয়ারী) সকালে উপজেলার রামপুর ইউনিয়নের বাসুপাড়া ও সর্দারপাড়ার মাঝা-মাঝি সাকোয়া নদীতে (সুইস গেট) ডুবন্ত অর্ধগলিত ব্যক্তির লাশ ভাসমান দেখতে পায় গ্রামবাসী। পুলিশে খবর দিলে নদী থেকে পরিচয় বিহীন এক ব্যক্তির লাশ করে। তার পরনে জিন্সের প্যান্ট ও ছাই রঙ্গের গেঞ্জি এবং তার শরীরে পড়া গেঞ্জি পিছনে লোখ রয়েছে- ঊষবপঃৎরপধষ ঊহমরহববৎ, হড় ৎবংরংঃধহপব পধহ মৎড়ঁঢ়, ড়ঁৎ ঢ়ড়ঃবহঃরধষ.। তার বয়স অনুমানিক ৩০ -৩৫ বছর বলে ধারনা করা হচ্ছে।
পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দীনেশ চন্দ্র রায় জনান, সাকোয়া নদীর সুইস গেটের পানিতে ডুবন্ত এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস ছালাম বলেন, নদী থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির মরদেহ করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এব্যাপার থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়।