রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ভেজাল মুক্ত খাদ্যের মনিটরিং হোক


গাইবান্ধা প্রতিনিধিঃ জেলার পলাশবাড়ীতে সারা দেশের ন্যায় প্রতি বছর রমজান মাস এলে নিত্যপণ্যের দাম বাড়ানোর পাশাপাশি ভেজাল খাদ্য সরবরাহের পায়তারা চালিয়ে থাকেন অসাধু ব্যবসায়ীরা। প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেয়া হলেও তার প্রভাব বাজারে পড়তে দেখা যায় না সচরাচর। ফলে নির্দিষ্ট আয়ের মানুষের ভোগান্তি আরো বেরে যায়।
সংশ্লিষ্ট কতৃপক্ষের দায়সারা কিংবা রুটিন মাফিক দায়িত্ব পালন না করে জনস্বার্থে টেকসই বাজার মনিটরিং করে ন্যায্যমূল্যে পণ্য কেনা ও ভেজাল মুক্ত খাদ্য ভোক্তার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে জবাবদিহিতা মূলক ও ঈমানি দায়িত্ব আন্তরিক ভাবে পালন করার জোর দাবি জানান সকল শ্রেণীর জনসাধারণ।