পাঁচবিবিতে বালিঘাটা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল


দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বালিঘাটা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে বালিঘাটা ইউনিয়নের বীরনগর উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিল উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন,থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক সাইদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল, থানা বিএনপির সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওশাদ আলী, পৌর যুবদলের সাবেক সহ সভাপতি হারুনুর রশিদ সজল,ধরঞ্জি ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আবু নছর চৌধুরী, প্রস্তাবিত যুব নেতা হারুন ও ছাত্রদলের নেতা নুরুল্লাহ প্রমুখ।
শেষে দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু জাফর। এ মাহফিলে জেলা,থানা ও ইউনিয়নসহ বিভিন্ন স্তরের এক হাজারের অধিক নেতাকর্মী ইফতারে অংশগ্রহণ করেন।