সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

হোমনায় নদীতে ডুবে নিখোঁজ দুই শিশুর একজনের লাশ উদ্ধার

হোমনায় নদীতে ডুবে নিখোঁজ দুই শিশুর একজনের লাশ উদ্ধার
  হোমনা প্রতিনিধি: হোমনায় নদীতে ডুবে নিখোঁজ দুই শিশুর একজনের লাশ উদ্ধার করা হয়েছে।  রবিবার সকালে তিতাস নদীর চরের গাঁ গ্রাম সংলগ্ন এলাকা থেকে নিখোঁজ শিশু মাহবুব (৯) এর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মাহবুব নরসিংদীর রায়পুর উপজেলার বিল্লাল মিয়ার পুত্র।
জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে বোনের বাড়িতে বেড়াতে এসে গতকাল শনিবার বেলা ১১টার দিকে তিতাস নদীর শ্রীমদ্দি গাংকুল বাড়ি ঘাট এলাকায় গোসলে নেমে পানিতে ডুবে শিশু মারিয়া (১১) নিখোঁজ হয়। একই দিন বেলা বারোটার দিকে নরসিংদী থেকে নানা বাড়িতে বেড়াতে আসা শিশু মাহবুব শিশু মারিয়া নিখোঁজের ৫০০ গজ উত্তরে তিতাস নদীর কান্ধা এলাকার ঘাটে গোসলে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয়। শিশু দু’টি নিখোঁজের পর স্থানীয় বাসিন্দারা, ফায়ার সার্ভিস, ডুবুরি দল চেষ্টা করেও গতকাল শনিবার শিশু দু,টিকে উদ্ধার করতে পারেনি। আজ রবিবার সকালে নদীতে ভাসমান অবস্থায় শিশু মাহবুবের ভাসমান লাশ উদ্ধার হয় এবং শিশু মারিয়াকে উদ্ধারে তিতাস নদীতে ফায়ার সার্ভিস ও ডুবরি দলের অভিযান অব্যহত রয়েছে।
হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা বলেন, নদীতে ডুবে নিখোঁজ শিশু উদ্ধারে আমাদের বিশেষ নজরদারি রয়েছে।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন