রাজারহাট উপজেলা বিএনপির নবগঠিত ৩০ বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি গঠন


রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলা বিএনপির ৩০বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার ২৬মার্চ রাতে কুড়িগ্রাম জেলা বিএনপি কর্তৃক এ কমিটি অনুমোদন দেয়া হয়।
শেষ পর্যন্ত বিভিন্ন উদ্বেগ উৎকণ্ঠা থেকে কুড়িগ্রাম জেলা বিএনপি ও রাজারহাট উপজেলা বিভিন্ন সিনিয়র নেতাদের মধ্যস্থতায় সমঝোতার ভিত্তিতে ভোট প্রদান ছাড়াই সকলের সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়েছে।
নবনির্বাচিত কমিটির আহবায়ক হলেন, মোঃ আনিছুর রহমান, মোঃ সাইদুল ইসলাম সদস্য সচিব, এডভোকেট শফিকুল ইসলাম ১নং যুগ্ম আহবায়ক, মোঃ জাকির হোসেন ২নং যুগ্ম আহবায়ক, মোঃ নজরুল ইসলাম ৩নং যুগ্ম আহবায়ক, মোঃ শহিদুল ইসলাম ব্যাপারী ৪নং যুগ্ম আহবায়ক, মোঃ আব্দুল কুদ্দুস ৫নং যুগ্ম আহবায়ক, মোঃ আব্দুর রাজ্জাক ৬নং যুগ্ম আহবায়ক, মোঃ জাকির হোসেন ৭নং যুগ্ম আহবায়ক, মোঃ রুশো চৌধুরী কে ৮নং যুগ্ম আহবায়ক করে, রাজারহাট উপজেলা বিএনপির ৩০ বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়।
সমঝোতার ভিত্তিতে রাজারহাট উপজেলা বিএনপির কমিটি ঘোষণা হওয়ায় সাধারণ নেতা কর্মীদের মাঝে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে। নবনির্বাচিত কমিটিকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। পরবর্তীতে এই ৩০ বিশিষ্ট কমিটির নেতৃবৃন্দরা একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।