বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

সদ্য সংবাদ:

বড়পুকুরিয়া কয়লা খনির আবাসিক ভবনে অগ্নিকান্ডে ১ কর্মচারী নিহত

বড়পুকুরিয়া কয়লা খনির আবাসিক ভবনে অগ্নিকান্ডে ১ কর্মচারী নিহত

পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ
পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনির আবাসিক ভবনে অগ্নি কান্ডে মুন্না আজিজ বাবু (৪৮) নামে এক কর্মচারী নিহত হয়েছেন। নিহত মুন্না আজিজ বাবু জয়পুরহাট জেলার সদর উপজেলার খঞ্জনপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি খনির মার্কেটিং বিভাগের কর্মচারী ছিলেন।

পুলিশ ও খনি সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিক কর্মচারীদের বসবাসের জন্য নির্ধারিত আবাসিক ভবনের ২০৫নং কক্ষে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। এতে কক্ষের বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়।
শ্রমিক কর্মচারীরা অগ্নিকান্ডের ঘটনা দেখতে পেয়ে ওই কক্ষের দরজা ভেঙ্গে নিহত মুন্না আজিজ বাবুকে উদ্ধার করে ফূলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তবে, এখন পর্যন্ত অগ্নিকান্ডের সূত্রপাতের সঠিক কারণ জানা যায়নি। ধারনা করা হচ্ছে প্রাথমিকভাবে সিগারেটের আগুন থেকে অগ্নিকান্ড ঘটতে পারে।
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি তদন্ত কেন্দ্রের (আইসি) মো: মতিয়ার রহমান বলেন, ধারনা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে এ অগ্নিকান্ডে সুত্রপাত হতে পারে। বেলা দুই টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন