উৎপাদনে ফিরলো মধ্যপাড়া পাথর খনি


পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র ভূ-গর্ভস্থ মধ্যপাড়া কঠিনশিলা খনির পাথর উৎপাদন কার্যক্রম। বুধবার (১৯ মার্চ) সকালে প্রথম শিফটে কাজের মাধ্যমে বাণিজ্যিক উৎপাদনে ফেরে খনিটি।
জানা গেছে, ১১ ফেব্রুয়ারী হঠাৎ খনির ভূ-গর্ভে উৎপাদিত পাথর ইয়ার্ডে আনার সময় যান্ত্রিকত্রুটি দেখা দেয়। পরবর্তীতে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত খনির স্কিপ উইন্ডারের বেয়ারিং ভেঙ্গে গেলে পরদিন প্রথম শিফট হতে পাথর উৎপাদন পুরোপুরি বন্ধ ঘোষনা করেন খনিকর্তৃপক্ষ। বন্ধের ১ মাস ৮ দিন পর আজ বুধবার সকাল ৭ টা ৪৫ মিনিটে ভূ-গর্ভ হতে পাথর উত্তোলন করে তা খনি ইয়ার্ডে সরবরাহের মাধ্যমে আবারও বানিজ্যিক উৎপাদন শুরু করে মধ্যপাড়া পাথরখনি।
মধ্যপাড়া পাথর খনির মহাব্যবস্থাপক (প্রশাসন ও সার্ভিস) শাহ মুহাম্মদ রেজওয়ানুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।