রাজারহাটে উপজেলা জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত


রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা জামায়াতে ইসলামীর আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন জায়গা থেকে আগত জামায়াত কর্মীরা এক বিশাল মিলন মেলায় পরিণত করেছে। বুধবার ২ এপ্রিল সকাল দশটায় উপজেলার সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজারহাট উপজেলা শাখার উদ্যোগে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ কফিল উদ্দিনের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মোঃ শাহজালাল সবুজ।
উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এ্যাড. আহাম্মদ আলীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ও কুড়িগ্রাম-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী এ্যাড. ইয়াছিন আলী সরকারসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় জামায়াতে ইসলামীর নেতারা বলেন, এবারের ঈদে বাংলাদেশের মানুষ অত্যন্ত খুশি ও আনন্দিত। এ ধরনের পূর্ণমিলনী অনুষ্ঠান পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বাড়িয়ে তোলে এবং সমাজে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়। এছাড়াও ফিলিস্তিনের ভাইবোনদের করুণ অবস্থা উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন।
বিভাগ রংপুর