বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

এস এস সি ৯২ ব্যাচ এর দোয়া ও ইফতার মহাফিল অনুষ্ঠিত

এস এস সি ৯২ ব্যাচ এর দোয়া ও ইফতার মহাফিল অনুষ্ঠিত
গাইবান্ধা প্রতিনিধিঃ  জেলার সাদুল্লাপুরে অধিনস্ত এস এস সি ৯২ ফোরামের আয়োজনে দোয়া ও ইফতার মহাফিল অনুষ্ঠিত হয়।
২২ মার্চ শনিবার কুঞ্জমহিপুর বাহার উদ্দিন হাই স্কুল মাঠে মোস্তফা সারোয়র সোহন এর সভাপতিত্বে ও প্রফেসার মতিন এর সঞ্চালনায় ইফতার পূর্ব বক্তব্য রাখেন,৯২ ব্যাচের জাহিদ রেজা মানিক,শাহারুল,মামুন,মোজাহারুল,রবিউল,ছাদেকুল ইসলাম রুবেল,তারা,কাউসার,আনছার,মজনু,টিটুল,শাহিন,নুর আলম,দিলারা খাতুন,খাতিজা,বিলকিস,উপস্থিত ছিলেন ইদুলপুর ইউনিয়ানের চেয়ারম্যান আব্দুর রহমান,বুলু,গোফফার,মতিয়ার মেম্মার,ওসমান গনি মেম্বারসহ প্রমুখ।
দোয়া পরিচালনা করেন ৯২ ব্যাচের মরহুম মুকুল এর ছেলে মানিক।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন