নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের অর্ধ-শতাধিক শিক্ষার্থীকে মেধা পুরস্কার প্রদান
ভালো ফলাফলের পাশাপাশি পুরস্কার পেয়ে খুশি শিক্ষার্থীরা। সপ্তম শ্রেণির বার্ষিক পরীক্ষায় পুরস্কৃত শিক্ষার্থী ফারদিন শাহরিয়ার খান জানায়, ভালো ফলাফলের জন্য স্যারের (প্রধান শিক্ষক) কাছ থেকে পুরস্কার পেয়ে খুব ভালো লাগছে। এ ধারা অব্যাহত রেখে ভবিষ্যতে আরো ভালো পড়ালেখা করার চেষ্টা করব। এজন্য বিদ্যালয়ের শ্রদ্ধাভাজন প্রধান শিক্ষকসহ শিক্ষকমন্ডলী এবং বাবা-মা ও ভাইয়ের উৎসাহ এবং অনুপ্রেরণা রয়েছে। পুরস্কারপ্রাপ্ত অন্য ছাত্ররা জানায়, এই পুরস্কার প্রা্প্তির মধ্যদিয়ে তাদের মধ্যে পড়ালেখার প্রতিযোগিতা বাড়বে।
বিদ্যালয়ের প্রভাতী ও দিবা শাখার সব শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রত্যেক ছাত্রকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়া দুই শাখার সর্বোচ্চ নম্বর অর্জনকারী চারজন শিক্ষার্থীকে বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়। এর মধ্যে প্রভাতী শাখায় সর্বোচ্চ নম্বর অর্জনকারী পঞ্চম শ্রেণির মুস্তাফা আনজুম ও মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর অর্জনকারী সপ্তম শ্রেণির খালিদ হাসান এবং দিবা শাখায় প্রাথমিকে সর্বোচ্চ নম্বর অর্জনকারী তৃতীয় শ্রেণির অস্মিত চক্রবর্তী ও মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর অর্জনকারী ষষ্ঠ শ্রেণির আল ইমরানকে বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মহিউদ্দিনের সভাপত্বিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম। এছাড়া উপস্থিত ছিলেন-সহকারী প্রধান শিক্ষক নাসির উদ্দিন, আকবর আলীসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।