রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

উলিপুর উপজেলার বামনাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম ইন্তেকাল

উলিপুর উপজেলার বামনাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম ইন্তেকাল
উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বামনাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত মঙ্গলবার দুপুরে ঢাকায় ধানমন্ডি পপুলার হাসপাতাল-৪ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। তার বয়স হয়েছিল ৫৪ বছর। মৃত্যুকালে স্বামী, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার (০৭ মে) সকাল ১০টায় উপজেলার তবকপুর ইউনিয়নের বামনাছড়া এলাকায় নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
এদিকে তার মৃত্যুতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নার্গিস ফাতিমা তোকদার, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ উলিপুর উপজেলা শাখার আহ্বায়ক রাকিবুল হাসান রাশেদ, সদস্য সচিব জোবায়দুল ইসলাম, বামনাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য, শিক্ষক-কর্মচারীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমার আত্মার শান্তি কামনা ও তার পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন