বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

সদ্য সংবাদ:

পাঁচবিবিতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

পাঁচবিবিতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: পাঁচবিবিতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ এর ফাইনাল খেলা, পুরুস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার কেন্দ্রীয় খোদাবক্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত পুরুস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমানের সঞ্চালনায় পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন,সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ স ম সামছুল আরেফিন চৌধুরী আবু,থানার অফিসার ইনচার্জ কাওসার আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক জাহিদুর রহমান রানা, সহ সাধারণ সম্পাদক মোজাফফর রহমান সাজা, সাংবাদিক আব্দুল হাই ও আওলাই ইউনিয়নে সংরক্ষিত ইউপি সদস্য মেঘনা খাতুন প্রমুখ।
খেলায় আটাপুর ইউনিয়ন ফুটবল একাদশ ১-০ গোলে আওলাই ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।খেলাটি পরিচালনা করেন লোকমান হাকিম। তাকে সহযোগিতা করেন জাহাঙ্গীর আলম ও বাদল হোসেন। শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার (ট্রফি) প্রদান করেন অতিথিবৃন্দ।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন