শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে খানসামা উপজেলায় ধানের চারা রোপণ

রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে খানসামা উপজেলায় ধানের চারা রোপণ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে দিনাজপুরের খানসামা উপজেলায় কৃষি যন্ত্রের ব্যবহার বৃদ্ধি ও খরচ কমিয়ে কৃষককে উৎসাহিত করার লক্ষ্যে জমিতে ধানের চারা রোপণ কার্যক্রম শুরু হয়েছে। এই আধুনিক পদ্ধতিতে চারা রোপণে সহযোগিতা করছে উপজেলা কৃষি বিভাগ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গোবিন্দপুর গ্রামের রিয়াজুল ইসলামের প্রায় ৫ বিঘা জমিতে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে ব্রিধান-১০২ জাতের চারা রোপণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার ও উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ ও কৃষক-কৃষাণীবৃন্দ।

জানা যায়, যন্ত্রের মাধ্যমে প্লাস্টিক সীডলিং ট্রেতে ধান বীজ বপন করে ট্রেতে চারা উৎপাদন করা হয়। সেই চারা পরবর্তী সময়ে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে জমিতে রোপণ করা হয়। এসব যন্ত্র ব্যবহারের ফলে কমেছে শ্রম ও খরচ অপরদিকে বেড়েছে উৎপাদন। চারা রোপণ থেকে ফসল কাটা পুরো প্রক্রিয়াই হচ্ছে আধুনিক যন্ত্রের মাধ্যমে।

উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার বলেন, যন্ত্রের ব্যবহার বৃদ্ধি, আধুনিক ধান রোপণের রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে সম দূরত্ব, সমগভীরতায় এবং অল্প শ্রমে ধানের চারা রোপন করা সম্ভব। কৃষকদের সচেতনতা বৃদ্ধিই এই কার্যক্রমের লক্ষ্য। এতে কৃষকদের খরচ কমবে, ফলন বাড়বে এবং সময় বাঁচবে সেই লক্ষ্য নিয়ে উপজলা কৃষি বিভাগ কাজ করছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন