বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

গাজায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে ঝিনাইগাতীতে সমাবেশ ও বিক্ষোভ  

গাজায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে ঝিনাইগাতীতে সমাবেশ ও বিক্ষোভ  
শেরপুর প্রতিনিধি : বিশ্ব মানবতার শত্রু ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত নজিরবিহীন সন্ত্রাসী হামলা ও ভারতে মুসলমানদের উপর আগ্রাসনের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে শেরপুরের ঝিনাইগাতীর তৌহিদী জনতা। শনিবার (২২মার্চ) দুপুরে উপজেলার সদর বাজারে ধানহাটি মোড়ে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
খেলাফত মজলিসের
ঝিনাইগাতী উপজেলার সভাপতি মুফতী সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের শেরপুর জেলার আমির আলহাজ্ব মাওলানা মুফতী খালিছুর রহমান।
উক্ত সমাবেশে ভারত ও ইসরাইলের আগ্রাসনের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন, নাগরিক কমিটির ময়মনসিংহ বিভাগের সংগঠক মো. লুৎফর রহমান লাজু, বিষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি শাহীন আলম সহ আরো অনেকে।
এর আগে  একটি বিক্ষোভ মিছিল ধানহাটি মোড় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পণদক্ষিণ করে। উক্ত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে
উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী সহ প্রায় সহাস্রাধিক তৌহিদী জনতা অংশ গ্রহন করেন।  বিক্ষোভকারিরা অবিলম্বে ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত নজিরবিহীন সন্ত্রাসী হামলা ও ভারতে মুসলমানদের উপর আগ্রাসন বন্ধে জাতিসংঘের প্রতি অনুরোধ জানান।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন