ভিশন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরন


হোমনা প্রতিনিধিঃ ভিশন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরন অনুষ্ঠান বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান মনিরুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হোমনা সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মু. আঃ কাইউম মারুফ।
বিশেষ অতিথি ছিলেন হোমনা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হক সরকার, হোমনা থানা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ কামাল হোসেন, সমাজ সেবক হাজ্বী আবুল হাসেম সওদাগর।
ভিশন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এইচ এম মোবারক হোসেন ও সহকারী শিক্ষক মোঃ নাঈমুর রহমানের যৌথ সঞ্চালনায় এতে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম, বাতাকান্দি ট্রাস্ট স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান এইচএম জাকির সওদাগর, ভিশন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পরিচালক সাংবাদিক এমএ জলিল জুয়েল, পরিচালক মোঃ ইয়াছিন, মোঃ কুদ্দুস মিয়া, পরিচালক মোঃ ফারুক আহমেদ, পরিচালক মোঃ মোবারক হোসেন ও পরিচালক মোসাঃ কামরুন্নাহার ও সাবেক পরিচালক অভিনেতা ও নাট্যকার এমএ কাশেম ভূঁইয়া। এসময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।