শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

পার্বতীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

পার্বতীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :  পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইয়ং সোসাইটি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ৮ম আসরের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় পলাশের দল ফুটবল কোচিং সেন্টার নীলফামারী চ্যাম্পিয়ন হওয়ার অনন্য গৌরব অর্জন করেছে। এই বাৎসরিক টুর্নামেন্টে তারা প্রথম বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলায় তারা ঐতিহাসিক মনপুরা মাঠের চার বারের চ্যাম্পিয়ন শিপনের দল সৈয়দপুরকে ট্রাইব্রেকারে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে। খেলা শুরুর প্রথমার্ধের ৯ মিনিটে সাগরের গোলে এগিয়ে যায় নীলফামারী। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে সৈয়দপুর দলের ডিফেন্সার রিফাত গোল পরিশোধ করে দিলে ট্রাইব্রেকারে গড়ায় ম্যাচটি। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে সৈয়দপুর শেষ পর্যন্ত পরাজয় মেনে নিতে বাধ্য হয় এবং নীলফামারী দলের বিজয় সুনিশ্চিত হয়।

শুক্রবার (০৭ ফেব্রুয়ারী) বিকালে পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি বাসস্ট্যান্ড সংলগ্ন ঐতিহাসিক মনপুরা উন্মুক্ত মাঠে ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয়।

বেলাইচন্ডি ইয়ং সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও আলহাজ্ব হানিফ উদ্দীনের পরিচালনায় উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার এ,জেড,এম আরিফুল হক রিয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক পৌর মেয়র ও পার্বতীপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ,জেড,এম মেনহাজুল হক, পার্বতীপুর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক অধ্যাপক (অবঃ) জালাল উদ্দীন আহমেদ,পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালাম,রামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদৎ হোসেন (সাদো), উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পার্বতীপুর আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান,পলাশবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অহিদুল হক সরদার প্রমুখ।

উত্তরবঙ্গের মিনি বিশ্বকাপ হিসেবে খ্যাত খেলাটিতে কানায় কানায় দর্শক সমাগমে পুরো মাঠ ভরে যায়। খেলায় উপস্থিত দর্শক সকলেই ধৈর্য সহকারে ফাইনাল ম্যাচটি উপভোগ করেন। বিশেষ করে অনেক নারী দর্শককেও খেলাটি উপভোগ করতে দেখা যায়। খেলার সার্বিক ধারা বর্ণনায় ছিলেন,পার্বতীপুরের স্বনামধন্য ক্রীড়া ধারাভাষ্যকার খোরশেদ রায়হান ও স্বনামধন্য ক্রীড়া ধারাভাষ্যকার তাইফুল ইসলাম তপু। খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন- বাংলাদেশ ফুটবল ফেডারেশন পাবনার রেফারী তুষার সরকার। তাঁর সহকারী দু’জন ছিলেন, সাদ্দাম হোসাইন ও ফজলুল হক।

উল্লেখ্য ২০২৪ সালের ২৭ ডিসেম্বর শুরু হওয়া নক আউট ভিত্তিক ৮ দলের এই টুর্নামেন্টটিতে একটি রি-ম্যাচ সহ মোট ৮ টি ম্যাচ অনুষ্ঠানের মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটলো। ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী নীলফামারী দলের গোলকিপার জসিম। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ১ লক্ষ ৫০ হাজার টাকা নগদ অর্থ ও ট্রফি এবং রানার-আপ দলকে ১ লক্ষ টাকা নগদ অর্থ ও ট্রফি প্রাইজমানি হিসেবে প্রদান করে টুর্নামেন্টের আয়োজক কমিটি। সবগুলো পুরস্কারই বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অথিতিবৃন্দ।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন