রাজারহাটে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ


রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ বিশ্বব্যাপী চলমান ইসরায়েলবিরোধী বিক্ষোভের সঙ্গে সংহতি জানিয়ে কুড়িগ্রামের রাজারহাটে একটি বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে সোমবার ৭ এপ্রিল বাদ জোহর রাজারহাট বাজার মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা বাজারের বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে সোনালী ব্যাংক চত্বরে একটি সভার আয়োজন করেন তারা। এসময় ইসরায়েলি কিছু পানীয় দ্রব্য মাটিতে ছুঁড়ে ফেলে প্রতিবাদ জানান বিক্ষুব্ধ জনতা।
উক্ত সভায় মাওলানা মুহাম্মদ নূরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ন আহবায়ক ড. আতিক মুজাহিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুফতী আযম আলী, সভাপতি হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজারহাট উপজেলা শাখা। তোফায়েল আহমেদ আহ্বায়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজারহাট উপজেলা। মাওলানা মুরাদ হোসেন ফিল্ড সুপার ভইজার ইসলামিক ফাউন্ডেশন, রাজারহাট উপজেলা। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজারহাট উপজেলা শাখার সভাপতি সুজন মিয়া সহ শতাধিক মুসলিম জনতা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন।
সারাবিশ্বের মুসলমানদের প্রতি জুলুম নির্যাতনের বিরুদ্ধে কঠোর বক্তব্য ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা হাবিবুল্লাহ সিদ্দিকী,খতিব শান্তিনগর জামে মসজিদ, রাজারহাট।