রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

সদ্য সংবাদ:

খানসামায় রাতের আঁধারে সরকারি গাছ কর্তন, থানায় অভিযোগের প্রস্তুতি

খানসামায় রাতের আঁধারে সরকারি গাছ কর্তন, থানায় অভিযোগের প্রস্তুতি

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: রাতের আঁধারে দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট থেকে রানীরবন্দর আঞ্চলিক মহাসড়কের দুই ধারের সরকারী গাছ কর্তনের অভিযোগ উঠেছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়ে এই প্রতিবেদককে জানান ওই এলাকার গাছ তদারকির প্রতিষ্ঠান বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের খানসামা অফিস সংশ্লিষ্টরা। সরেজমিনে শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পাকেরহাট আদর্শগ্রাম থেকে আওকরা মসজিদ হয়ে পুলহাট পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক এর দুই ধারে দেখা যায়, সম্প্রতি কর্তন হওয়া কর্তন করা ১১ টি মেহগনি গাছের গোড়া অবশিষ্ট রয়েছে। গাছের মূল অংশ ও ডালপালা নিয়ে গেছে। স্থানীয় আজিজার রহমান বলেন, প্রায় কিছু দিন ধরেই কে বা কাহারা রাতের আঁধারে সরকারি গাছ গুলো কেটে নিয়ে যাচ্ছে। এগুলো দেখার যেন কেউ নেই? বিষয়টি নিশ্চিত করে খানসামা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী (অঃদা) আবু সাদাত মুহাম্মদ সায়েম মুঠোফোনে বলেন, চুরি হওয়া গাছের ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণ করে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। সেই সাথে জনবল সংকটের কথা জানিয়ে গাছ চুরি রোধে সকল শ্রেণী-পেশার মানুষের সহায়তা চান তিনি। এবিষয়ে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, গাছ চুরির বিষয়ে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন, অনুমতি ব্যতিরেকে সরকারি গাছ কর্তন করা দন্ডনীয় অপরাধ। তাই এই অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন