শিবগঞ্জে ছাত্রদলের বিশাল কর্মী সভা অনুষ্ঠিত


শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মীর শাকরুল আলম সিমান্ত ইউকে ইউনিভার্সিটি অফ এসেক্স লন্ডন থেকে কৃতিত্বের সাথে এমবিএ ডিগ্রী অর্জন করার জন্য আয়োজিত বিশাল কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম।
শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর মুন এর সঞ্চালনায় আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ আব্দুল ওহাব, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ রানা মাসুম।
কর্মী সভায় বক্তব্যে রাখেন, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাস্টার হারুনুর রশিদ, শিবগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক এম আবু তাহের, শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক আব্দুল্লাহ যোবায়ের, সাংগঠনিক সম্পাদক সামিউল আলম আক্কাস।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর যুবদলের সভাপতি আবু শাহিন, সাধারণ সম্পাদক মাহদী হাসান তমাল, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সুজন, মহিলা দলনেত্রী মিনারা বেগম, খাদিজা খাতুন, জাহানারা, সুলতানা বেগম, বিউটি বেগম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন, যুগ্ম সম্পাদক ফারুক হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক মিম আক্তার, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুয়েল হোসেন বাপ্পি, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারিক মোল্লা, সিনিয়র সহ-সভাপতি আইয়ুব কাজী, পৌর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান হৃদয়, যুগ্ম সম্পাদক বুলেট হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রনি মিয়া, ছাত্রদলের নেতা শাহিনুর ইসলাম আলামিন, মোস্তাফিজ, মামুন, রেজু, সিহাব,আলমগীর লিটন, তরিকুল জয়নাল, সাগর, ছনি সিহাব, রউফ, আতিক, শাহান, মজিদ, তৌহিদ, হাসান, শাহরিয়ার, আলআমিন, সবুজ, গোলাম মাহবুব, বিপুল মিজু, আল-আমিন, বায়েজিদ, রাতুল, আবু মুসা, ইমন, আসিফ, সাকিব, মিলুসহ উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ।