রাজারহাটে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গ্রেফতার
রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নৌকা প্রতীকের দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, সোমবার ২০জানুয়ারি দুপুরে উপজেলার চাকিরপশার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আব্দুস ছালামকে তার বাড়ি থেকে এবং গত রবিবার ১৯জানুয়ারি বিকেলে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি তাইজুল ইসলামকে রাজারহাট বাজার থেকে পুলিশ গ্রেফতার করে।
উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের নৌকা প্রতিকের চেয়ারম্যান ও বিদ্যানন্দ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি তাইজুল ইসলাম আওয়ামীলীগের একজন সক্রিয় নেতা ছিলেন। অপরদিকে উপজেলার চাকিরপশার ইউনিয়নের চেয়ারম্যান ও সাবেক উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আব্দুস ছালামের বিরুদ্ধে জনগণের তেমন কোন অভিযোগ নেই। রাজারহাট থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম ২চেয়ারম্যানকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদেরকে বিশেষ ক্ষমতা আইনে নাশকতা মামলায় গ্রেফতার করা হয়েছে।