আদমদীঘিতে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ২০২৫ অনুষ্ঠিত
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘিতে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৪ টায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে আদমদীঘি ইশ্বর পূর্ন জয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এই উপলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার
জেদান আল মুসা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মাসুদ হোসেন, আদমদীঘি সার্কলের সহকারী পুলিশ সুপার নাজরান রউফ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক রাজিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, সাধারণ সম্পাদক আবু হাসান,
উপজেলা জামায়াতে ইসলামীর আমির আতোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, উপজেলা শিা অফিসার তৌফিক আজিজ, মহিলা বিষয়ক কর্মকর্তা বরুণ কুমার পাল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল সহ প্রেসকাবের সদস্যবৃন্দ। প্রীতি ফুটবল ম্যাচে লাল ফুটবল দল ও সবুজ ফুটবল দল অংশগ্রহণ করেন।